• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

কাজেই লাগলো না সোহেলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০১৯, ১০:২৩

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলের বিশাল সংগ্রহে অবদান রাখেন পাকিস্তানের হারিস সোহেল। কিন্তু অ্যারেন ফিঞ্চের দাপুটে সেঞ্চুরিতে ম্লান হয়ে গেলো হারিসের সেঞ্চুরি। এতে করে প্রথম ওয়ানডেতে পরাজয় দেখতে হলো পাকিস্তানকে।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সংযুক্ত আরব আমিরাতে শারজায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় পাকিস্তান-অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে হারিস সোহেলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৮০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারেন ফিঞ্চের সেঞ্চুরি ও শন মার্শের ৯১ রানের উপর ভর করে ২ উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষে পৌঁছায় অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন পাকিস্তানের হয়ে অভিষেক হয় শান মাসুদ ও মোহাম্মদ আব্বাসের। ইমামের সঙ্গে ওপেনিংয়ে নামের অভিষিক্ত শান মাসুদ। দলীয় ৩৫ রানে ইমামকে ফেরত পাঠান লিওন। এরপর দলীয় ৭৮ রানে নিজস্ব ৪০ রান করে কার্টার নেইলের শিকারে পরিণত হন মাসুদ। এরপর হারিস সোহেল তৃতীয় উইকেটে উমর আকমলকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন। আকমল ৪৮ রানের ফিরে গেলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হারিস।

-------------------------------------------------------
আরও পড়ুন : মেসির প্রত্যাবর্তনে আর্জেন্টিনার হার
-------------------------------------------------------

এরপর ফাহিম আশরাফ (২৮) ও ইমাদ ওয়াসিমের (২৮) ছোট সংগ্রহে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮০ রানের লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিয়ান শান মাসুদ ১১৫ বলে ৬ চার ও ১ ছয়ে ১০১ রান করে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার হয়ে কার্টার নেইল ২টি, রিচার্ডসন, লিয়ন, ম্যাক্সওয়েল প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে খাজা-ফিঞ্চ ১১.১ ওভারেই স্কোরবোর্ডে ৬৩ রান তোলেন। ফাহিম আশরাফ খাজাকে (২৪) শোয়েব মালিকের ক্যাচ বানিয়ে ফেরালেও অপরপ্রান্তে সাবলীল ব্যাট চালান ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে শন মার্শকে নিয়ে ১৭২ রানের জুটি গড়েন ফিঞ্চ। দলীয় ২৩৫ রানের সময় ফিঞ্চ মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হন। ১৩৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করেন তিনি। শেষ দিকে মার্শ ৯১ ও হ্যান্ডসকম্ব ৩০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ও মোহাম্মদ আব্বাস একটি করে উইকেট লাভ করেন।

দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

আগামী ২৪ মার্চ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এ দুদল।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে বিতর্ক এড়াতে ব্যর্থ বিসিবি, যা বলছে ক্রিকেটভক্তরা
ক্রিকেটের মূল শাসক ভারত, আইসিসি দর্শক
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা