• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মেসির হারের দিনে রোনালদোর ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০১৯, ১১:০৯

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মাঠে নামের দশটি ব্যালন ডি’অর জয়ী দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। উভয়েরই ব্যালন ডি’অর সংখ্যা পাঁচটি করে। দু’জনই বিশ্বকাপ থেকে জাতীয় দল ছিটকে পড়ার পর অনেকটা ঘোষণা ছাড়াই অবসরে চলে যান এ দু’জন। কিন্তু আবার একই দিনে নিজ নিজ দেশের জার্সিতে ফেরত আসেন তারকাদ্বয়।

শুক্রবার রাত পৌনে দুইটার দিকে লিসবনে বেনফিকার মাঠে ২০২০ ইউরোর বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে মাঠে ফেরে ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার ফেরাটা সুখকর হয়নি। গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পর্তুগিজ তারকাকে।

যদি বলা হয় ম্যাচটি রোনালদোরা ইউক্রেনের বিপক্ষে না খেলে খেলেছে ইউক্রেনের গোলরক্ষক পিয়াতভের বিরুদ্ধে তাহলে ভুল হবে না।

-------------------------------------------------------
আরও পড়ুন : প্রত্যাবর্তনের ম্যাচের পরই ইনজুরিতে মেসি
-------------------------------------------------------

কারণ পুরো ম্যাচ জুড়ে রোনালদো, সিলভাদের আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত ছিলো ইউক্রেনের রক্ষণভাগ। যেখানে ১৮টি শট নিয়েছিল পর্তুগাল যার ৬টি ছিলো লক্ষ্য বরাবর। আর প্রত্যেকটিই ফেরত পাঠান পিয়াতভ।

শুধু রোনালদোকেই তিনবার গোলবঞ্চিত করেছেন পিয়াতভ। প্রথমার্ধে জুভেন্টাস তারকার শট দুবার ঠেকিয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধেও একটি হেড থেকে ইউক্রেনকে বাঁচিয়েছেন গোলরক্ষক।

আগামী সোমবার গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানী ভাতা, কমিটি গঠন 
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
হামজার মতো আরও প্রবাসী ফুটবলারের খোঁজে বাফুফে
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা