• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আয়াক্সের বিপক্ষে জুভেন্টাসের স্বস্তির ড্র

অনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল ২০১৯, ১২:১৩
মাঠে ফিরেই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের চলতি বছর প্রথমবার খেলতে নেমেছিলেন গেল মাসের শেষ দিকে। মাঠে নামার পর চোট পেতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর তাই জুভেন্টাসের হয়ে সিরি আ’র ম্যাচগুলিও মিস করতে হয় পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীর। শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সিআর সেভেনকে না পাওয়া নিয়েও। যদিও আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে দলে যোগ দিয়ে স্বস্তি দিয়েছিলেন তিনি। বুধবার নিজেদের মাঠে আয়াক্স দুর্দান্ত থাকলেও ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় জুভিদের হয়ে গোল করেন রোনালদো। অন্যদিকে স্বাগতিকদের পক্ষে গোলটি করেছেন ডেভিড নেরেস।

এদিন আক্রমণ ও বলের নিয়ন্ত্রণে আয়াক্স এগিয়ে থাকলেও প্রথম গোলটি পায় জুভেন্টাস। ৪৫তম মিনিটে ডান দিক থেকে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রসে হেডে দলকে এগিয়ে দেন রোনালদো। প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা।

দ্বিতীয়ার্ধে ম্যাঠে ফিরেই গোলের দেখা পায় নেদারল্যান্ডসের দলটি। ম্যাচের ৪৬তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেভিড নেরেস জুভেন্টাসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্দান্ত গোল গোল উপহার দেন।

সমতায় ফেরার পর ডাচ লিগের দলটি আক্রমণ আরও বাড়িয়ে দেয়। তবে জগৎখ্যাত ইতালিয়ান রক্ষণভাগকে ভেদ করতে সক্ষম হয়নি তারা। ম্যাচের বাকি সময়ে কোনো পক্ষই গোল না পাওয়ায় ১-১ সমতায় ম্যাচটি শেষ হয়।

প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফেরায় খানিকটা সুবিধায় রয়েছে জুভেন্টাস। ফিরতি লেগে আগামী ১৬ এপ্রিল জুভেন্টাসের মাঠে মুখোমুখি হবে দুই দল।

ওয়াইপর্তুগালের চলতি বছর প্রথমবার খেলতে নেমেছিলেন গেল মাসের শেষ দিকে। মাঠে নামার পর চোট পেতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর তাই জুভেন্টাসের হয়ে সিরি আ’র ম্যাচগুলিও মিস করতে হয় পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীর। শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সিআর সেভেনকে না পাওয়া নিয়েও। যদিও আয়াক্সেরর বিপক্ষে প্রথম লেগে দলে যোগ দিয়ে স্বস্তি দিয়েছিলেন তিনি। বুধবার নিজেদের মাঠে আয়াক্স দুর্দান্ত থাকলেও ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় জুভিদের হয়ে গোল করেন রোনালদো। অন্যদিকে স্বাগতিকদের পক্ষে গোলটি করেছেন ডেভিড নেরেস।

এদিন আক্রমণ ও বলের নিয়ন্ত্রণে আয়াক্স এগিয়ে থাকলেও প্রথম গোলটি পায় জুভেন্টাস। ৪৫তম মিনিটে ডান দিক থেকে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রসে হেডে দলকে এগিয়ে দেন রোনালদো। প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা।

দ্বিতীয়ার্ধে ম্যাঠে ফিরেই গোলের দেখা পায় নেদারল্যান্ডসের দলটি। ম্যাচের ৪৬তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেভিড নেরেস জুভেন্টাসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্দান্ত গোল গোল উপহার দেন।

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন ডেভিড নেরেস

সমতায় ফেরার পর ডাচ লিগের দলটি আক্রমণ আরও বাড়িয়ে দেয়। তবে জগৎখ্যাত ইতালিয়ান রক্ষণভাগকে ভেদ করতে সক্ষম হয়নি তারা। ম্যাচের বাকি সময়ে কোনো পক্ষই গোল না পাওয়ায় ১-১ সমতায় ম্যাচটি শেষ হয়।

প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফেরায় খানিকটা সুবিধায় রয়েছে জুভেন্টাস। ফিরতি লেগে আগামী ১৬ এপ্রিল জুভেন্টাসের মাঠে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো
তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো
রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে শেষ আটে পর্তুগাল
রোনালদোর পেনাল্টি মিসে কপাল পুড়ল আল-নাসরের