• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে উইন্ডিজরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৯, ১৮:৩১

ওয়েস্ট ইন্ডিজের মূল দলটাও আসেনি ত্রিদেশীয় সিরিজেও। তাতেও এমন খেলা! দুই ওপেনারকে আউট করতেই হাঁসফাঁস অবস্থা স্বাগতিক আয়ারল্যান্ডের। রোববার সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনের ক্যাসল এভিনিউতে আয়ারল্যান্ড টস জিতে সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের।

ব্যাটিংইয়ে নেমে উইন্ডিজদের দুই ওপেনার জন ক্যাম্পবেল আর শাই হোপ মিলে রান উঠাতে থাকেন দ্রুত গতিতে। শেষ পর্যন্ত এই দুই ওপেনার করে বসেন জোড়া শতক।

প্রথমে হোপ ১১৮ বলে তুলে নেন নিজের শতকটি। এরপর ক্যাম্পবেল ৯৯ বলে ছুঁয়ে ফেলেন শত রানের মাইলফলক।

একদিনের ম্যাচে এটিই ক্যাম্পবেলের প্রথম আন্তর্জাতিক শতক। আর শাই হোপের পঞ্চম।

৩৮ ওভার শেষে ক্যারিবিয়ানদের মোট সংগ্রহ ২৪০ রান। যা ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের ওপেনিং জুটির সর্বোচ্চ রান।

এর আগে ১৯৯৭ সালে স্টুয়ার্ট উইলিয়ামস ও শিব নারায়ণ চন্দ্ররপল মিলে ভারতের বিপক্ষে ২০০ রানের অপরাজিত ওপেনিং জুটি গড়েছিলেন।

আয়ারল্যান্ড দল

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, লর্কান টাকার, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্ক আডায়ার জশ লিটল, টিম মারটাঘ, ব্যারি ম্যাককার্থি।

ওয়েস্ট ইন্ডিজ দল

জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, সুনিল অ্যামব্রিস, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়