• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

হোপ-ক্যাম্পবেলের ৭ রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৯, ১৯:৩১
ছবি- সংগৃহীত

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমাম-উল-হক আর ফখর জামানের করা ৩০৪ রানের জুটি টপকে উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ আর জন ক্যাম্পবেল। স্বদেশি দুই তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলস মিলে ৩৭২ রানের জুটি গড়েছিলেন ২০১৫ সালে। দ্বিতীয় উইকেটে জিম্বাবুইয়ানদের বিপক্ষে করা ওই জুটি যেকোনো ব্যাটিং অর্ডারের সর্বোচ্চ জুটি। রোববার হোপ-ক্যাম্পবেল মিলে সেটিও ভেঙে ফেলছিলেন। যদিও রেকর্ড বইয়ের সিংহাসনে মাত্র ৭ রানের জন্য বসতে পারলেন না দুজন। আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুই ব্যাটসম্যানের জুটি থেমেছেন ৩৬৫ রানে। যেটি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

এই দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান মিলে পেছনে ফেলেছেন শচিন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়ের করা ৩৩১ রানের রেকর্ডটিকে। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েছিলেন ভারতের দুই কিংবদন্তি।

হোপ-ক্যাম্পবেল মিলে এদিন আরেকটি রেকর্ড গড়েছেন। প্রথম দুই ওপেনার হিসেবে ১৫০ এর বেশি রান করেছেন তারা। ৪৮ তম ওভারের দ্বিতীয় বলে যখন ক্যাম্পবেল ফিরে যান তখন স্কোর বোর্ডে রান ৩৬৫। বাম-হাতি এই ব্যাটসম্যানের এটিই ছিল প্রথম সেঞ্চুরি। ব্যারি ম্যাককার্থির বলে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৩৭ বলে ১৭৯ রান করেন ক্যাম্পবেল।

ওই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট তুলে নেন ম্যাককার্থি। এবার তুলে নেন আরেক ওপেনার শাই হোপকে। লর্কান টাকারে হাতে ক্যাচ দিয়ে ডান-হাতি এই ব্যাটসম্যান ফিরে যান ১৫২ বলে ১৭০ রান করে। এটি ছিল হোপের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

এই দুই উইকেট তুলে নেয়ার পর বাকি ওভারগুলোতে ঘুরে দাড়ায় আইরিশরা। ৬ বলে ১ রান করা জেসন হোল্ডার ফিরে যান মার্ক আডায়ারের বলে। ইনিংসের শেষ বলটিতে উইন্ডিজ অধিনায়ক কেভিন ও’ব্রায়েনের হাতে ক্যাচ তুলে দেন।

শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ ৭ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন ড্যারেন ব্রাভো।

আয়ারল্যান্ড দল

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, লর্কান টাকার, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্ক আডায়ার, জশ লিটল, টিম মারটাঘ, ব্যারি ম্যাককার্থি।

ওয়েস্ট ইন্ডিজ দল

জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, সুনিল অ্যামব্রিস, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমির