ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

অ্যাথলেটিকোকে বিদায় জানালেন গ্রিজমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৫ মে ২০১৯ , ০৬:৩২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী আতোঁয়া গ্রিজমান। এক ভিডিও বার্তায় ভক্তদেরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার মাদ্রিদের ক্লাবটির অফিসিয়াল টুইটার পেজ থেকে গ্রিজমানের একটি ভিডিও পোস্ট করা হয়। দুই মিনিটের বার্তায় ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আমি আপনাদের সবাইকে আমার মনের বিশেষ স্থানে রাখব।

২০১৪ সাল থেকে স্প্যানিশ ক্লাবটির জার্সিতে মাঠ মাতিয়েছেন গ্রিজমান। অ্যাথলেটিকোর হয়ে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইউরোপা লিগে শিরোপাও জয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

গ্রিজমান বলেন, সবাইকে বলতে চাই, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন কিছুর মুখোমুখি হতে, নতুন  চ্যালেঞ্জ নিতে।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর মতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দল বার্সেলোনার হয়ে আগামী মৌসুমে খেলবেন গ্রিজমান। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। এর মধ্যেই অ্যাথলেটিকোকে বিদায় জানালেন এই ফ্রেঞ্চম্যান।

দলটির সমর্থকদের প্রতি গ্রিজমান বলেন, আপনারদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। দেখা হবে আবার। 

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |