• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

নেইমারকে নিয়ে ‘নতুন খেলায়’ পিএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ১৮:১০
neymar transfer,
নেইমার || ছবি-সংগৃহীত

নেইমারকে আবারও নিজেদের করে নিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান এই তারকাকে যদি দলে অন্তর্ভুক্ত করতেই হয় সেক্ষেত্রে স্প্যানিশ জায়ান্টদের হাতে খুব একটা সময় নেই। কারণ এরই মধ্যে নেইমারের বর্তমান দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) একটি সময়সীমা বেধে দিয়েছে। যদিও নেইমার ইস্যুতে এই পর্যন্ত কোনও আনুষ্ঠানিক কাগজ-পত্র হাতে পায়নি ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটি।

মুন্ডো ডেপোর্তিভোর বরাতে ডেইলি মিরর জানাচ্ছে, সাম্বা তারকা সংক্রান্ত যেকোনও চুক্তি লিগ শুরুর আগেই শেষ করতে চায় পিএসজি। অর্থাৎ আগস্টের ১০ তারিখের মধ্যে নেইমারের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

স্পেন ও ফ্রান্সে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দল বদল করা সম্ভব হলেও নেইমারের ক্ষেত্রে ২২ দিন আগেই তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৭ সালে ২০০ মিলিয়ন পাউন্ডে বিশ্ব রেকর্ড গড়ে বার্সা থেকে প্যারিসের দলটি যোগ দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। হয়ে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

যদিও এরই মধ্যে জানিয়ে দেয়া হয়েছে, ফ্রেঞ্চ ক্লাবটি থেকে নেইমারকে নিতে হলে কাতালানদের গুণতে হবে বাড়তি অর্থ। পিএসজি কর্তৃপক্ষ ২৭ বছর বয়সী এই ফুটবলারের দাম নির্ধারণ করেছে ২৭৫ মিলিয়ন পাউন্ড।

নেইমার আগেই ইঙ্গিত দিয়েছেন দল পরিবর্তন করতে চান তিনি। অন্যদিকে ফ্রান্সের রাজধানীর এই দলটি জানিয়েছে দলের সবচেয়ে বড় তারকাকে হাত ছাড়া করতে চায় না তারা। তবে বিশেষ লেনদেন হলে তারা ভেবে দেখবে।

সম্প্রতি পিএসজির পরিচালক লিওনার্দো বলেছেন, চাইলেই নেইমার পিএসজি ছাড়তে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ভালও অফার থাকতে হবে, যাতে সব পক্ষের সুবিধা হয়। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কারও পক্ষ থেকে কিছু জানতে পারিনি। কোনও দামও পাইনি। অবশ্যই এই প্রক্রিয়াটি একদিনে হওয়া সম্ভব না।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ 
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা