• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাবা হতে যাচ্ছেন রুবেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ০২:৩০
বাংলাদেশ ক্রিকেট, রুবেল হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার রুবেল হোসেন সন্তানের বাবা হতে যাচ্ছেন।

শনিবার রাত সাতটা পাঁচ মিনিটে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

রুবেল হোসেন পোস্টটিতে লেখেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।

তিনি লেখেন, সবাই আমার স্ত্রী এবং অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে।

আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি বলেও উল্লেখ করেন বাংলাদেশ দলের এই পেসার।

রুবেল ২০০৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষিক্ত হন। দারুণ পারফর্ম্যান্সের কারণে তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে মনোনীত হন। কিছুদিন পর তিনি বাংলাদেশ এ দলে ঠাঁই পান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালের ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটে রুবেলের। টেস্টে রুবেলের অভিষেক হয় একই বছরের ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রুবেলের অভিষেক ঘটে একই বছরের ৬ জুনে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামার মাধ্যমে।

আরও পড়ুন

কে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিপিএলে থাকছে না ৩ দল, প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর সময় জানা গেল