• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেয়েদের ক্রিকেট থাকছে ২০২২ কমনওয়েলথ গেমসে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৯, ১৯:১৪
২০২২ কমনওয়েলথ গেমস

নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিলো কমনওয়েলথ গেমস ফেডারেশন। মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট থাকছে কমনওয়েলথ গেমস-২০২২ এর আসরে। আইসিসির আবেদনের পরিপ্রেক্ষিতে বার্মিংহাম ক্রীড়া মিলনমেলায় মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্তির প্রস্তাবের অনুমোদন করেছে গেমসের ফেডারেশন। অ্যাসোসিয়েশনের ৭১ সদস্যের ভোটে কয়েকদিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন মিলবে।

এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং জানিয়েছেন, সদস্যদের ভোটে চূড়ান্তভাবে অনুমোদিত হয়ে আসার অপেক্ষা থাকলেও গেমসের ওই আসরে মেয়েদের ক্রিকেট থাকা একরকম নির্ধারিতই হয়ে গেছে।

‘আমার বিশ্বাস কাল অথবা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। এটা কেবল সময়ের ব্যাপার এখন। মেয়েরা এজবাস্টনে কমনওয়েলথ গেমসে খেলতে যাচ্ছে। যেটা অসাধারণ একটি ব্যাপার হবে।’

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার
---------------------------------------------------------------------

মেয়েদের খেলাধুলাকে এগিয়ে নিতেই বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হচ্ছে দাবি আইসিসি, এমসিসি ও কমনওয়েলথ গেমসের আয়োজকদের।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়