• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

অ্যাশেজ থেকে বাদ পড়ে সাময়িক বিরতিতে মঈন আলী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৯, ১৩:৪২
মঈন আলী

ইংল্যান্ডের অফস্পিনিং অলরাউন্ডার মঈন আলী ছন্দে নেই বেশ কিছুদিন ধরেই। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন এ ক্রিকেটার। আর এ ক্ষোভ থেকেই সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঈন আলী।

ব্যাটে-বলে জ্বলে ওঠা মঈন আলী কিছুদিন ধরে খেই হারিয়ে ফেলেন। শেষ চার ইনিংসে ব্যাট হাতে ১৩ রান আর বল হাতে চার উইকেটের বিনিময় দিতে হয়েছে দুইশর কাছাকাছি রান। এ অবস্থায় ইংলিশ টিম ম্যানেজমেন্ট দুমাস আগে ৩২ বছর পেরোনো মঈনের জায়গায় তাই সমারসেটের স্পিনার জ্যাক লিচকে জায়গা করে দেয়।

২০১৪ সালে অভিষেকের পর থেকে ৬০ টেস্ট, ১০১ ওয়ানডে আর ২৫টি টি-টুয়েন্টি খেলেছেন মঈন।

লোয়ারঅর্ডারে তো বটেই, ব্যাট হাতে যেকোনো পজিশনেই কার্যকরী ভূমিকা রেখেছেন। গ্রায়েম সোয়ানের পর ইংলিশরা যখন একজন স্পেশালিস্ট স্পিনারের খোঁজে ছিল, মঈন তখন বোনাস হয়ে আসেন। ব্যাটে-বলে দেখান সমান দক্ষতা। সেই মঈনকেই আপাতত স্কোয়াড থেকে দূরে রাখতে হলো ইংলিশদের।

ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট, মঈন আলীর বিরতি প্রসঙ্গে বলেন, বিরতির পর নতুন উদ্যমে ক্রিকেট মাঠে ফিরবেন এ অফস্পিনিং অলরাউন্ডার। যা কিনা ইংল্যান্ড ক্রিকেট দলকেই আরও সাহায্য করবে।

আরও পড়ুন

সই/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটার মঈন আলীর ডক্টরেট ডিগ্রি লাভ
‘দ্য ক্যাপিটাল’ কনসার্টে মঞ্চ মাতাবে ১০ ব্যান্ড
হাতিরঝিল মাতাবে শিরোনামহীন-অ্যাশেজসহ ১২টি ব্যান্ড
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী