• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

উড়ন্ত সূচনা রিয়ালের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ আগস্ট ২০১৯, ১০:১২
উড়ন্ত সূচনা রিয়াল
উড়ন্ত সূচনা রিয়ালের

গেল মৌসুমের শেষের ধাক্কা ও প্রাক- মৌসুমের ভূত তাড়িয়ে জয় দিয়েই স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ।

আবানকা বালাইদোসে সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে লস-ব্লাঙ্কোসরা। অনেক টানাটানির পর, একাদশে সুযোগ পাওয়া গ্যারেথ বেল তার মূল্য বুঝিয়েছেন।

খেলার ১২ মিনিটে বেলের পাস থেকে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজিমা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। আর ৮০ মিনিটে ৩-০ করেন লুকাস ভ্যাসকুয়েজ।

ইনজুরি টাইমে সেল্টা ভিগোর পক্ষে সান্ত্বনাসূচক এক গোল শোধ দেন ইকার লোসাদা। এ জয়ে টানা এগার মৌসুম শুরুর ম্যাচে অপরাজিত লস-ব্লাঙ্কোসরা।

অন্যম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়