ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সিলেট সিক্সার্স থাকবে বিপিএলে

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৪ আগস্ট ২০১৯ , ০৬:৫৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

শঙ্কা জেগেছিল চিটাগং ভাইকিংসের মতো সিলেট সিক্সার্সও নিজেদের প্রত্যাহার করে নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে। কিন্তু সেটি আর হয়নি শেষ পর্যন্ত। পরবর্তী চক্রের জন্য নবায়ন করবে দলটি।

বিজ্ঞাপন

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আসেন ফ্র্যাঞ্জাইজিটির বড় কর্তারা। এসেছিলেন দলটির মালিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছিলেন দলটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে ইয়াসির ওবায়েদ নিশ্চিত করেন, তারা নতুন করে চুক্তি করবেন।

বিজ্ঞাপন

‘নতুন করে চুক্তি করা হবে। সব দলের মতো আজ আমরাও মতামত দিলাম। আমরা নিজেদের পর্যবেক্ষণগুলো তুলে ধরেছি। বিপিএল কীভাবে আরও সুন্দরভাবে হতে পারে সেটি নিয়ে আমাদের পরামর্শ দিয়েছি।’

আগামী বিপিএল হতে পারে আট দলে। এমন খবর কদিন আগেই জানানো হয়। তবে ভাইকিংসের মালিকানায় থাকা ডিবিএল গ্রুপ সরে দাঁড়ানোয় নতুন মালিকের জন্য বিজ্ঞাপনও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |