সেরাদের কাতারে মেসি-ফন ডাইক, নেই রোনালদো
মোনাকোয় বৃহস্পতিবার ঘোষণা করা হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারদের নাম। উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভার্গিল ফন ডাইক। লিভারপুলের এই তারকা সেরা ডিফেন্ডারও নির্বাচিত হয়েছেন।
বর্ষসেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। সেরা মিডফিল্ডার হয়েছেন নেদারল্যান্ডস ও অ্যায়াক্সের তরুণ তারকা ফ্র্যাঙ্কি ডি জং। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লিভারপুলের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা অ্যালিসন বেকার।
তালিকায় থাকলেও বর্ষসেরার কোনও পুরস্কার আদায় করতে পারেননি পর্তুগিজ মহারাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমালেও বিশেষ কিছু উপহার দিতে পারেননি ভক্তদের।
গেল বছরের ৩১ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে ক্লাব ও আন্তর্জাতিক অঙ্গনের পারফরম্যান্সকে মূল্যায়ন করে ইউরোপের বর্ষসেরা পুরস্কারটি প্রদান করছে উয়েফা।
ওয়াই
মন্তব্য করুন