বিজয়-লিখনদের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে আফগানিস্তান। রোববার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।
দুই দিনের এই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। দীর্ঘ দিন পর বিসিবির কোনও দলে সুযোগ মিলেছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। রয়েছেন এনামুল হক বিজয় ও নাঈম ইসলামের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।
এর আগে শুক্রবার দুপুরে আফগানরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
শনিবার দিন ভর অনুশীলনে অংশ নেয় আফগানিস্তান দল। এসময় দলটির সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, চট্টগ্রামের কন্ডিশনের সঙ্গে তার দল বেশ পরিচিত।
আগামী ৫ সেপ্টেম্বর বন্দর নগরীরর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক মাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান।
আফগানিস্তান টেস্ট স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমাদি, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান এবং কাইস আহমেদ।
বিসিবি স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদি হাসান রানা, আসাদুল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।
ওয়াই
মন্তব্য করুন