বার্সার হোঁচট
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনার কাছে হোঁচট খেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় দুই মৌসুম পর উঠে আসা দলটার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
শনিবার ওসাসুনার ঘরের মাঠ এল সাদার স্টেডিয়ামে বার্সার হয়ে একটি করে গোল করেন আনসুর ফাতি ও আর্থার মেলো। অন্যদিকে স্বাগতিকদের হয়ে দুটি গোলই তুলে নেন রোবার্তো তোরেস মোরালেস।
চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে ওসাসুনা।
খেলা শুরুর ৭ মিনিটে রোবার্তো তোরেসের গোলে লিড পায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে ফাতি ও আর্থারের গোলে এগিয়ে যায় কাতালানরা। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ওসাসুনাকে সমতায় ফেরান রবার্তো তোরেস।
এদিকে অপর ম্যাচে লেগানেসকে ২-১ গোলে হারিয়েছে, রিয়াল বেটিস।
ওয়াই
মন্তব্য করুন
সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। দেশের জার্সিতে একের পর এক কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটার। তবে ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি— এমন দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।
কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি।
রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।
হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাব তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।
তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।
আরটিভি/এসআর/এস
ড্রেসিংরুমে ব্যাট ছোড়ার পর দেখি আম্পায়ার ডাকছেন: জাকের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানের জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচে ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন জাকের আলী। ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। অথচ ১৬ বলে ১৭ রানেই থেমে গিয়েছিল জাকের আলি অনিকের ইনিংস। রান আউট নাটকীয়তার পর আবারও মাঠে আসেন তিনি।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের সামনে ছিল হোয়াইটওয়াশের মিশন। আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর হোঁচট খায় বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে তখন ক্রিজে জাকের ও শামীম।
১৫তম ওভারে ভুল-বোঝাবুঝিতে দুজন চলে যান এক প্রান্তে, সহজ রান আউট। দুই ব্যাটার এক প্রান্তে থাকায় কে আউট হয়েছেন তা নিয়ে দ্বিধা ছিল। আম্পায়াররা জাকেরকে শুরুতে আউট দিলে তিনি হতাশায় নিজের উপর রাগ ঝাড়তে থাকেন, ড্রেসিংরুমে ফিরে ছুড়ে মারেন ব্যাট।
কিন্তু খানিকপর আচমকা দেখতে পান চতুর্থ গ্রেগরি ব্র্যাথওয়েটকে। তিনি জানানে আসলে জাকের নন, আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। নাটকীয়ভাবে আবার ক্রিজে গিয়ে ২৫ বলে ৫৫ রান তোলেন এই ব্যাটার। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ বড় পুঁজি পায়।
ম্যাচ সেরা হয়ে জাকের জানান তার কারণে দুই ব্যাটার রান আউট হওয়ায় পুষিয়ে দেওয়ার জেদ কাজ করেছে তার ভেতর। তার ভাষ্য, ওটা ছিল ভয়ংকর ভুল-বোঝাবুঝি। ড্রেসিংরুমে ফিরে হতাশায় আমি ব্যাট ছুড়ে ফেলি। হঠাৎ দেখি চতুর্থ আম্পায়ার আমাকে ডাকছেন।
‘এরপর আমার জন্য আরেকটা রানআউট হলো। আমি তখন নিজে থেকে জেদ অনুভব করি। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা ভালো খেলতে সহায়তা করার জন্য। আমি তাদের (শামীম ও শেখ মেহেদী) রানগুলোও করতে পেরেছি।’
সেন্ট ভিনসেন্টের উইকেটে স্পিনারদের সহায়তা পেতে দেখা গেছে সব ম্যাচেই। তবে এদিন উইকেট আগের থেকে ভালো দেখায় বড় রানের চিন্তা ছিল জাকেরের, বাকি দুই ম্যাচের চেয়ে আজকের উইকেট তুলনামূলক ভালো ছিল। আমি ক্রিজে গিয়ে সময় নিতে চেয়েছি। আমি নিজেকে জানি, যদি টিকে থাকতে পারি রান করতে পারব এই বিশ্বাস ছিল।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটে আলো ছড়িয়েছেন জাকের। ৫১.১২ গড়ে ৪০৯ রান এসেছে তার ব্যাটে। এ নিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার জন্য অসাধারণ সিরিজ। পুরো সিরিজ জুড়েই (ভালো খেলতে পারার তৃপ্তি)। আসলে এটা মানসিকতার ব্যাপার।
‘আপনি জানেন ক্যারিবিয়ানরা শক্তভাবে সব সংস্করণে চ্যালেঞ্জ জানাবে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে। আমি এখানে বিশ্বকাপ খেলেছি, যদিও ভালো করতে পারিনি। আমি দেশে ফিরে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। অবশেষে সব কিছু আমার পক্ষে এসেছে।’
আরটিভি/এসআর
স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন হেইনরিচ ক্লাসেন। এতে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে বসেন এই ডান হাতি ব্যাটার। এই জন্য আইসিসি থেকে কঠিন শাস্তি পেয়েছেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
এদিন আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন ক্লাসেন। তবে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।
৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।
আরটিভি/এসআর
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
আর মাত্র ২ মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটে আলোচনা কেন্দ্র বিন্দুতে সাকিব ও তামিমের দলের ফেরার ইস্যু। অনেকেই মনে করছেন এই টুর্নামেন্ট দিয়ে দেশের জার্সিতে মাঠে নামবেন দুই সিনিয়র ক্রিকেটার।
শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তামিমের দলে ফেরা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। সে সময় তামিম ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই আজ সভা শেষে এ বিষয়ে প্রশ্ন করা বিসিবি সভাপতিকে।
তিনি বলেন, তামিম যেহেতু এখনও ওয়ানডে থেকে অবসর নেয়নি, নির্বাচকরা যদি মনে করেন তাকে দলে দরকার আছে তাহলে নিবে। এটাতে কোনো সমস্যা নেই।
দেশের ক্রিকেটে আরেক আলোচিত নাম সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা ও হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি। যার ফলে আসন্ন বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করা নিয়ে বিপাকে পড়েছেন দেশসেরা এই ক্রিকেটার।
এদিন সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ওর মানসিক অবস্থা ভালো ছিল না, তাই খেলতে পারেনি। তবে বিপিএল নিয়ে ওর কি ভাবনা আমি জানি না। এ বিষয়ে কোনো আপডেট নেই। আর যেহেতু সে ওয়ানডে থেকে অবসর নিইনি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিবেচনায় থাকবে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আর সাকিবকে দলে নিয়েছে চিটাগং কিংস।
আরটিভি/এসআর-টি
হামজাকে ভিড়িয়ে দ. এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। আগামী বছর মার্চে ভারতের বিপক্ষের ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে।
হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই বাংলাদেশ ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা হচ্ছে। ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু। বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন।
জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্য সব থেকে সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান।
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফারমার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক বাংলাদেশের অবস্থেথান ১৯ নম্বরে। এশিয়ার মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর ১৫৯.১৫ মিলিয়ন ভ্যালুতে দক্ষিণ কোরিয়া।
ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায়।
দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা। তাতেই সর্ব ক্ষেত্রে উন্নতির ছোঁয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। বাড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের খেলার সূচি। সেই সাথে ফুটবলারদের বেতন নিয়েও চিন্তা করছে বাফুফে।
আরটিভি/এমএম
চ্যাম্পিয়ন্স ট্রফি / প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।
হাইব্রিড মডেলের ওপর সিলমোহর দিলেও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও অন্তত কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পরের দিন, ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এই দুই দলের খেলা হবে নিরপেক্ষ দেশে।
নিজেদের দ্বিতীয় ম্যাচেই পাকিস্তান দলের মুখোমুখি হতে পারে ভারত। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। সম্ভবত দুবাইয়ে এই ম্যাচ হতে পারে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই ম্যাচও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।
প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ হতে পারে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ৯ মার্চ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ ভারত না উঠলেও পাকিস্তানে হচ্ছে না ফাইনাল।
কয়েকদিন আগেই জানা গিয়েছে, পাকিস্তান এবং দুবাই যৌথভাবে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে। পিসিবি এবং বিসিসিআই উভয়েই দুবাইতে ম্যাচ খেলার জন্য সম্মত হয়েছে। ভারতের ম্যাচ গুলি দুবাইতে হবে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, নিরপেক্ষ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত। সেখানেই নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু মরুদেশ নিয়ে পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। পিসিবি চাইছে, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক। এই সমস্যায় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
পাকিস্তান চাইছে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলো আছে সেগুলো হাইব্রিড মডেলেই হতে হবে।
আইসিসি এবং বিসিসিআই এই শর্ত পুরোপুরি না মানলেও আংশিকভাবে মানতে রাজি হয়েছে। এরফলে ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান
আরটিভি/এমএম
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’ দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আর শেষ মুহূর্তে পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।
রোববার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এর আগে হারিসকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। ৩০ ডিসেম্বর শুরু হয়ে প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
পুরোনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
দুর্বার রাজশাহীর স্কোয়াড:
এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ অন্তর।
আরটিভি/এসআর