বাংলাদেশকে ভুগিয়ে বিদায় নিলেন রহমত শাহ
সকালে টসে হারলেও বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দাপুটে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগের ওভারে ১৪ রান করা হাশমতুল্লাহ শাহিদীকে ১৪ রানে ফিরিয়ে দারুণ একটা মধ্যাহ্ন ভোজ সারায় বাংলাদেশ দল।
তার আগে ইনিংসের ১২ ওভার ২ বলের মাথায় আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে ২১ রানে ফেরান তাইজুল। যা তাইজুলকে এনে দেয় অন্যতম সাফল্য। দেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারী হয়ে যান এই বাঁহাতি স্পিনার। এছাড়া দেশের হয়ে তৃতীয় শততম উইকেট শিকারীর তালিকায়ও নাম লেখান তিনি।
দ্বিতীয় উইকেটও তাইজুলের। আরেক ওপেনার ইহসানুল্লাহকে ফেরান ৯ রানে ২৪ ওভার ১ বলের মাথায়।
মধ্যাহ্ন বিরতিতে যাবার আগ পর্যন্ত বাংলাদেশ দাপুটে খেললেও বিরিতির পর সেটা আর ধরে রাখতে পারেনি টাইগার বোলাররা।
দুই নম্বরে ব্যাট করতে নেমে রহমত শাহ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম শতক। শতরান পূর্ণ করে মাত্র ২ রান যোগ করেই নাঈম হাসানের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ডান হাতি ব্যাটসম্যান।
তার সঙ্গে আসগর আফগানও তুলে নিয়েছেন অর্ধশতক। আসগর-রহমতের জুটি ভাঙে ১২০ রানে। রহমতের বিদায়ের পর ব্যাটিংয়ে এসে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ নবীকে বোল্ড করে বিদায় করেন নাঈম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৭০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান।
এমআর/
মন্তব্য করুন