• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে ‘ডাবল হ্যাটট্রিক’ করে মালিঙ্গার ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি

  ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৬
মালিঙ্গার ইতিহাস
টি-টোয়েন্টিতে ‘ডাবল হ্যাটট্রিক’ করে মালিঙ্গার ইতিহাস

টানা চার বলে চার উইকেট। একে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’। ক্যারিয়ারের শেষ সময়ে এসে ডাবল হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ঘরের মাঠে চার বলে চার উইকেট নেন এই পেস কিংবদন্তি।

অবশ্য মালিঙ্গার এমন কাণ্ড ঘটিয়েছিলেন ওয়ানডেতে। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মালিঙ্গা। তবে সেটা দুই ওভারে ছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাত ছাড়া করেছে শ্রীলঙ্কা। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচটিতে জ্বলে উঠেন এই ইয়র্কার মাস্টার। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মালিঙ্গা তোপের মুখে পরে কিউইরা।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৫ রান তুলে শ্রীলঙ্কা। জবাবে নামা কিউইদের ইনিংসে শুরুতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মালিঙ্গা। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে কলিন মুনরোকে বোল্ডের পর এলবিডব্লিউ রাদারফোর্ড চতুর্থ বলে ফেরান মালিঙ্গা। পঞ্চম ডেলিভারিতে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন মালিঙ্গা। আর ওভারের শেষ বলে এলবিডব্লিউ করেন রস টেলরকে।

মালিঙ্গার এই তাণ্ডবে ১৫ রানেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়