ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্র্যাঞ্চাইজি নয়, এবার বিপিএল চালাবে বিসিবি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ , ০৫:৪২ পিএম


আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তার আগেই সামনে আসে এবারের বিপিএল আয়োজন করা হচ্ছে না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কর্ণধার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, একই বছর দুটি বিপিএল আয়োজন করা হয় না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, জমজমাট এই টি-টোয়েন্টি আসর এবছর আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান বলেন, ‘বিপিএলের প্রথম পর্ব শেষ হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নতুন চুক্তি করার কথা। এর মাঝে তাদের সঙ্গে বসেছিলেম, চিঠি দিয়ে ছিলাম। পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি, সরাসরি আমাকেও জানিয়েছে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বেশকিছু দাবি রয়েছে। দাবিগুলো আমাদের নিয়মের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এগুলো কিছুতেই মেনে নেয়া যাচ্ছে না। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির চেয়েছিল এ বছর যাতে আর কোনও বিপিএল না হয়। খেলবে না যে তা না। এক বছরে দুটো বিপিএল আয়োজন তারা চায় না, কারণ তাদের ওপর চাপ বেশি পড়ে যাচ্ছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। আর তাই এবারের আসরটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এবারের বিপিএলে নিজেরাই অর্থায়ন করবে বিসিবি। 

বিজ্ঞাপন

পাপন বলেন, ‘সবকিছু সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি এবারের বিপিএল বিসিবি নিজেরাই চালাবে। আমরা কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছি না এবং এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আগামী বছর বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী। এবারের আসর আমরা তাকে উৎসর্গ করে “বঙ্গবন্ধু বিপিএল” নামে চালাব। কোনও ফ্র্যাঞ্চাইজিকে দিচ্ছি না। সবকিছু ঠিক থাকবে শুধু ম্যানেজমেন্ট পরিবর্তন হবে। ক্রিকেটারদের টাকা-পয়সা, সবকিছু আমরাই দিবো ‘

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |