• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ (লাইভ)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪০

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। থাইল্যান্ডের চুনবুরিতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের আগেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২০ মিনিটের মাথায় দলের হয়ে গোল করেছেন তহুরা খাতুন।

বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও ১-০ ব্যবধানে হেরে যায়। এরপর জাপানের বিপক্ষে হার মানে ৯-০ গোলের ব্যবধানে। তাতে এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

থাইল্যান্ডর চনবুরিতে দুই বছর আগে এই অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ লড়াই করেছিল বাংলাদেশের মেয়েরা। এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে গিয়েও বাংলাদেশ ম্যাচটি হারে ৩-২ গোলে।

সেই সুখস্মৃতি নিয়েই আবার এশিয়ার অন্যতম এ পরাশক্তির বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ।

আরও পড়ুন : ডি মারিয়ার জোড়া গোলে রিয়ালের বিপক্ষে পিএসজির জয়

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুটানকে গুঁড়িয়ে লিগ পর্বে অপরাজিত বাংলাদেশের মেয়েরা
সুরভীর জোড়া গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা