• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

১০ ভাগ ফিট থাকলেও খেলবেন রশিদ খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩
১০ ভাগ ফিট থাকলেও খেলবেন রশিদ খান
রশিদ খান

যত বাধাই আসুক, আমি খেলবেন। দলের প্রয়োজনে দেশের জন্য লাগলে এক হাত না থাকলেও খেলতে প্রস্তুত আমি। কথা গুলো সংবাদ সম্মেলনে বলেছেন রশিদ খান। মঙ্গলবার ফাইনালের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন বলেও দাবি তার।

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে হেরেছিল আফগানিস্তান। ওই ম্যাচে হ্যাম-স্ট্রিংয়ের চোটে পড়ে মাঠও ছাড়তে হয় রশিদ খানকে। কিছুক্ষণ পর আবারও বোলিং করতে আসেন দলের প্রয়োজনে।

৩ ওভার বোলিং করে ২৭ রান দিলেও নেন ২টি উইকেট। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক না হলেও ভয় ধরিয়ে দিয়েছিল টাইগার ব্যাটসম্যানদের।

তবে তার হ্যাম-স্ট্রিংয়ের চোটে শঙ্কা জেগেছিল ফাইনাল ম্যাচে না খেলার। কিন্তু হচ্ছে না সেটি। রশিদ খান জানিয়ে দিলেন, এই ম্যাচে খেলবেন তিনি। আবার স্বীকারও করে নেন, চোট নিয়ে তার বোলিং করা উচিৎ নয়।

‘আমি মনে করি আমার বল করা উচিৎ নয়, কিন্তু দলের জন্য, দলের যখন প্রয়োজন তখন তো করতেই হবে। যখন নিজের দেশের ব্যাপারটা আসে আমরা আমাদের একটি হাত না থাকলেও খেলব।’

রশিদ খান আরও বলেন, আমি যদি খেলার জন্য ১০ ভাগ ফিট থাকি তাহলেও আমি খেলব। কেন না, আমি আমার দেশের জন্য খেলব। কারণ, আমি আমার দেশকে ভালোবাসি। আমি সবসময় চাইব আমার দেশ যাতে জেতে। আমার দেশ আমার নিজের থেকেও আমার কাছে বেশি গুরত্বপূর্ণ।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়