বৃষ্টির জয়ে শিরোপা ভাগাভাগি
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা। ড্রেসিং রুম, প্রেস-বক্স, গ্যালারি থেকে শুরু করে টিভি সেটের সামনে কোটি সমর্থকের অপেক্ষা ছিল দেরিতে হলেও ম্যাচটা মাঠে গড়াক শেষ পর্যন্ত। কিন্তু সেটি আর হয়ে উঠেনি বৃষ্টি বাধায়।
শেষ পর্যন্ত যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানকে।
রিজার্ভ ডে ছিল না এই সিরিজে। তাই আজকের ফাইনাল ম্যাচও কালকে হবার কোনও কারণ ছিল না।
এসব জেনেই মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিল হাজারো সমর্থক।
দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনে খেলা দেখতে এসেছেন এমন লোকের সংখ্যাও কম ছিল না।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি বিকেল হয়ে সন্ধ্যা গড়ালেও থামার কোনও লক্ষণ দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল ম্যাচ শুরুর জন্য।
কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ যে আধঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত করতে হয় দুই আম্পায়ারকে।
রাত ৯টার দিকে দুই আম্পায়ার শরফুদ্দৌলা ও মাসুদুর রহমান ঘোষণা দেন খেলা আর হচ্ছে না।
এমআর/এসএস
মন্তব্য করুন