• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সেই শ্রীলঙ্কা দিয়েই দীর্ঘ অপেক্ষার অবসান পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৭
পাকিস্তান মানেই যেন জঙ্গি হামলা। নিয়মিত বোমা হামলা, গোলাগুলিতে অস্বস্তিতে থাকা দেশটিতে ক্রিকেট মাঠগুলোতে যেন মরিচা পড়ার অবস্থা। দীর্ঘ দশ বছর ধরে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ।
ছবি- সংগৃহীত

পাকিস্তান মানেই যেন জঙ্গি হামলা। নিয়মিত বোমা হামলা, গোলাগুলিতে অস্বস্তিতে থাকা দেশটিতে ক্রিকেট মাঠগুলোতে যেন মরিচা পড়ার অবস্থা। দীর্ঘ দশ বছর ধরে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ।

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করাচির জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত ১০ বছর আগে ২০০৯ সালে এই করাচীতে স্টেডিয়াম যাবার পথে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা টিম। এরপর বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক দলগুলোর পাকিস্তান গিয়ে খেলা।

গত ১০ বছরে অন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কম চেষ্টা করেনি ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে। কিন্তু সায় দেয়নি অন্য দেশগুলো। এই সিরিজ দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের অচলাবস্থা সচল হবে বলেও আশা করছে দেশটির ক্রিকেট বোর্ড।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে শুরু হবে দিবারাত্রির এই ম্যাচটি। এ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই পাকিস্তান জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই শ্রীলঙ্কা ক্রিকেটকে শুভেচ্ছা জানানোর শেষ নেই দেশটির ক্রিকেট সমর্থকদের।

যদিও শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই সফরে যাননি। বিশেষ করে ওয়ানডে অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা, এঞ্জেলো ম্যাথুসরা না যাওয়াতেও ভাটা পড়েনি এই সিরিজের উন্মাদনায়।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বাবর আজমের
পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ অফিসিয়াল থাকবেন যারা
পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে ওয়াকার ইউনিস