• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩
পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি পরিবর্তন

২৭ সেপ্টেম্বর, শুক্রবার করাচীতে যদি পাকিস্তান বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হতো তাহলে এদিনই ইতিহাস লেখা হতো পাকিস্তান ক্রিকেটের। দীর্ঘ এক দশক ধরে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ না খেলা পাকিস্তানের অপেক্ষা বাড়ল আরও একদিন।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর অনেক চেষ্টা করেও যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান আনা সম্ভব হয়নি, সেখানে আবারও পাকিস্তান সফরে এসেছে লঙ্কানরা।

করাচীতে গত ক’দিন ধরে চলা ভারী বর্ষণে ন্যাশনাল স্টেডিয়াম অনুপযুক্ত হওয়াতে সর্বোচ্চ চেষ্টা করেও খেলার উপযুক্ত করে তুলতে না পারায় সিরিজের প্রথম ওয়ানডে বাতিল হয়।

এখন শঙ্কা জেগেছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। তাই একদিন পেছানো হয়েছে এই ম্যাচ। আগামী ২৯ সেপ্টেম্বরের বদলে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, মাঠ কর্মীদের সঙ্গে পরামর্শ করেই নতুন সূচী দেয়া হয়েছে। আমরা কৃতজ্ঞ শ্রীলঙ্কা বোর্ড ও ব্রডকাস্টারদের প্রতি। তারা দুই পক্ষরেই সম্মতি ছিল বলে এমনটা করা গিয়েছে।

এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে যথা সময়ে ২ অক্টোবর করাচীর ন্যাশনাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বাবর আজমের
পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ অফিসিয়াল থাকবেন যারা
পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে ওয়াকার ইউনিস