ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ , ০৮:১৩ পিএম


loading/img

২৭ সেপ্টেম্বর, শুক্রবার করাচীতে যদি পাকিস্তান বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হতো তাহলে এদিনই ইতিহাস লেখা হতো পাকিস্তান ক্রিকেটের। দীর্ঘ এক দশক ধরে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ না খেলা পাকিস্তানের অপেক্ষা বাড়ল আরও একদিন।

বিজ্ঞাপন

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর অনেক চেষ্টা করেও যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান আনা সম্ভব হয়নি, সেখানে আবারও পাকিস্তান সফরে এসেছে লঙ্কানরা।

করাচীতে গত ক’দিন ধরে চলা ভারী বর্ষণে ন্যাশনাল স্টেডিয়াম অনুপযুক্ত হওয়াতে সর্বোচ্চ চেষ্টা করেও খেলার উপযুক্ত করে তুলতে না পারায় সিরিজের প্রথম ওয়ানডে বাতিল হয়।

বিজ্ঞাপন

এখন শঙ্কা জেগেছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। তাই একদিন পেছানো হয়েছে এই ম্যাচ। আগামী ২৯ সেপ্টেম্বরের বদলে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, মাঠ কর্মীদের সঙ্গে পরামর্শ করেই নতুন সূচী দেয়া হয়েছে। আমরা কৃতজ্ঞ শ্রীলঙ্কা বোর্ড ও ব্রডকাস্টারদের প্রতি। তারা দুই পক্ষরেই সম্মতি ছিল বলে এমনটা করা গিয়েছে।

এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে যথা সময়ে ২ অক্টোবর করাচীর ন্যাশনাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |