বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের তৃতীয় দিনের ফলাফল
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট।
গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হয় এই টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে ঢাকা জেলার শুরু হয়েছে টুর্নামেন্টটি।।
পল্টন ময়দানের আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আজ তৃতীয় দিন ছেলে ও মেয়ে উভয় বিভাগের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।
ছেলেদের বিভাগে পল্লবীকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় লালবাগ এবং অন্য ম্যাচে সবুজবাগকে ৪-৩ ব্যবধানে হারায় তেজগাঁও।
মেয়েদের বিভাগে অনুষ্ঠিত হওয়া ম্যাচ দুটিতে পল্লবীকে ২-০ গোলে লালবাগ আর তেজগাঁওকে ১-০ গোলের ব্যবধানে হারায় সবুজবাগ।
এমআর/
মন্তব্য করুন