• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা একাদশ দেখে নিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৩৬
ARGENTINA
পাউলো দিবালা ও লাউতারো মার্টিনেজ

জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে নামার আগে একাদশ ঘোষণা করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। শুরু থেকেই আক্রমণ বিভাগে থাকছেন জুভেন্টাস তারকা পাউলো দিবালা ও ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।

বুধবার ডর্টমুন্ডের ওয়েস্টফ্যালেনস্টোডিওতে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

প্রায় দুই বছর পর দলে ডাক পেয়েই মূল একাদশে জায়গা করে নিয়েছেন পর্তোর গোলকিপার অগাস্টিন মার্কেসিন।

রক্ষণভাগে অভিজ্ঞ ম্যানচেস্টার সিটি তারকা নিকোলাস ওটামেন্দির সঙ্গে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কোস রোহোকে।

মাঝমাঠে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাঙ্গেল কোরেয়া ও প্যারিস সেন্ট জার্মেইর লিয়ান্দ্রো পারেদেসের মতো তারকারা।

এদিকে নিষেধাজ্ঞার কারণে দলে নেই লিওনেল মেসি। দলের বাইরে রয়েছেন সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেলো ডি মারিয়া। দলের সেরা তিন তারকাকেই ছাড়াই শক্তিশালী জার্মানির মুখোমুখি স্কালোনির দল।

জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা একাদশ

গোলরক্ষক

অগাস্টিন মার্কেসিন (পোর্তো)

রক্ষণভাগ

নিকোলাস ওটামেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম), হুয়ান ফইথ (টটেনহ্যাম হটস্পার)

মাঝমাঠ

লিয়ান্দ্রো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো দে পল (উদিনেসে), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড

লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), পাউলো দিবালা (জুভেন্টাস)।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষুদ্র ঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা কামনা আর্জেন্টিনার 
জালিয়াতির অভিযোগ এনে উল্টো শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা
নতুন বছরে যে পাঁচটি চ্যালেঞ্জ মেসির সামনে
এক নজরে দেখে নিন ২০২৫ সালে আর্জেন্টিনার পূর্ণাঙ্গ সূচি