চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচে বায়ার্ন মিউনিখ আতিথেয়তা দেবে ইন্টার মিলানকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে এই দুদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ।
‘ধর্ম অবমাননার’ অভিযোগে তাকে ৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্টিনেজের বিরুদ্ধে ফেডারেল প্রসিকিউটরের অফিস অভিযোগ তোলে। অভিযোগ অনুযায়ী, ম্যাচ চলাকালীন আর্জেন্টাইন তারকা দু’বার ধর্ম অবমাননাকর শব্দ ব্যবহার করেন, যা স্পষ্টভাবে টেলিভিশনের ফুটেজে ধরা পড়ে। যদিও সংশ্লিষ্ট শব্দগুলো কী ছিল, তা ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে এফআইজিসি জানায়, মার্টিনেজের ভাষা ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন, যার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেয়া যেতে পারত। তবে আলোচনা শেষে শাস্তি শুধুমাত্র অর্থদণ্ডে সীমাবদ্ধ রাখা হয়েছে।
শুরুতে ধর্ম অবমাননার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মার্টিনেজ বলেন, আমি কখনোই ওই শব্দগুলো ব্যবহার করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শেখাই। এ ঘটনা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক।
তবে পরবর্তী তদন্ত ও অডিও রেকর্ডিং বিশ্লেষণে অভিযোগের সত্যতা মেলে বলে জানিয়েছে প্রসিকিউটর অফিস। এরই ভিত্তিতে শাস্তি কার্যকর করা হয়।
উল্লেখ্য, সিরি আ’তে ধর্মীয় অবমাননার অভিযোগে শাস্তির ঘটনা এবারই প্রথম নয়। ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও একই ধরনের অভিযোগে ২০২১ সালের মার্চে শাস্তি পেয়েছিলেন।
আরটিভি/এসকে/ এসআর