মেসিবিহীন আর্জেন্টিনা আটকে দিলো জার্মানিকে
আর্জেন্টিনা-জার্মানির হাইভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। নিজেদের মাঠে শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলে প্রথমার্ধ ম্যাচের নিয়ন্ত্রণে নেয় জার্মানি। ১৫ মিনিটে জার্মানদের লিড এনে দেন সার্জি জিনাব্রি। ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি স্বাগতিকরা।
ম্যাচের ২২ মিনিটে কাই হাভার্টর্সের গোলে ২-০ এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধে আর কোন গোল হয়নি। বিরতি থেকে ফিরে গতি বাড়ায় আর্জেন্টিনা। ৬৬ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা।
পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে মার্কোস আকুনার ক্রস ডি-বক্সে ফাঁকা পেয়ে যান ফরোয়ার্ড লুকাস আলারিও। হেড দিয়ে বল জালে পাঠান এ তরুণ স্ট্রাইকার। সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টাইন আর ব্যবধান বাড়াতে চায় জার্মানি। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ওকামপোসের গোলে সমতায় ফেরে মেসিবিহীন আর্জেন্টিনা।
সই/এসএস
মন্তব্য করুন
এবার সাকিব ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। সেই অনুসারে তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেছে সব হিসাব-নিকাশ। নিরাপত্তাজনিত কারণে তাকে দেশে না ফেরার জন্য বলা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) সাকিবের দেশে ফেরা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এরপর রাতে বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল। আমি বলেছি উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটা আমার ব্যাপার না।
আইন উপদেষ্টা বলেন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারতো। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?
তিনি আরও বলেন, এ ছাড়া যে সমস্ত জুয়া, বেটিং, উচ্ছৃঙ্খল আচরণ...। আমার মনে হয়ে এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও (সাকিব) করেছে। মায়া লাগে কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায় সেটি একটুও অযৌক্তিক লাগে না।
উল্লেখ্য, সাকিব ছাড়াও দেশের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার উপর ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা। বিপিএলের ড্রাফট থেকে মাশরাফীকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তাকে বাদ দিয়ে দল গঠন করতে সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা।
আরটিভি/এসআর/এআর
অবশেষে মাঠে নামছে নেইমার, দেখে নিন সূচি
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নেইমারের। আজই মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
মাঠে ফেরা প্রসঙ্গে ভিডিওতে নেইমার বলেন, কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।
এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় আল-আইনের বিপক্ষে খেলবে নেই-মারের দল আল হিলাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরবেন এই তারকা ফুটবলার।
গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেই সময় ইনজুরির কারণে মাঠে নামতে দেরি হয় তার। তবে আল হিলালের হয়ে অভিষেকের পর মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি এনআর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চোট প্রসঙ্গে নেইমার বলেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফুটবল খেলা। প্রতিদিন যখন আমি খেলতে পারি না, সেটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। এই দূরত্বই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’ অবশেষে সেই কষ্টও দূর হচ্ছে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
আরটিভি/এসআর/এসএ
তিন ক্রিকেটারকে বিসিবির বিশেষ সম্মাননা
মিরপুর টেস্টের চতুর্থ দিনেই পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই ম্যাচে রেকর্ড-মাইলফলকের দেখা মিলেছে। যার ফলে তিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম দিনে মাঠে নেমে সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনশ উইকেট পূরণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা। যেখানে তিনি আউট করেছিলেন বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে।
ম্যাচের দ্বিতীয় দিনে এসে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূরণ করেছিলেন তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে টেস্টে এর আগে ২০০ উইকেট নিতে পেরেছিলেন কেবল সাকিব আল হাসান।
আর টেস্টের তৃতীয় দিনে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম।
চার দিনের মাথায় শেষ হয় মিরপুর টেস্ট। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মাননা প্রদান করেছে তিন তারকার সবাইকেই। বিসিবির পক্ষ থেকে কাগিজো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন বর্তমান নির্বাচক ও সাবেক অফস্পিনার আব্দুর রাজ্জাক রাজ। আর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।
আরটিভি/এসআর/এআর
হেড কোচ হিসেবে যাকে নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস
আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। বিপিএলের ড্রাফটে উপস্থিত থেকে শক্তিশালী দল গঠন করেছেন এই ঢালিউড সুপারস্টার। তাই সাত দলের মধ্যে শিরোপায় চোখ রেখেই টুর্নামেন্ট শুরু করবে দলটি।
নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এ ছাড়াও বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে তারা।
গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ান কোনো এক সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে আলোচনা চালাচ্ছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু শেষ মূহুর্তে বিদেশি কোচ নিয়োগ দেওয়া থেকে সরে দাঁড়িয়েছে তারা। বিপিএলের আসন্ন আসরে ঢাকা ক্যাপিট্যালসের প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
সুজন কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।
বিপিএলে বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। এবার তার অধীনেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন শাকিব খানের দল।
একনজরে দেখে নিন ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:
সরাসরি চুক্তি
দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।
বিদেশি ক্রিকেটার: স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান) এবং তিশারা প্যারেরা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে নেওয়া:
দেশি ক্রিকেটার: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান এবং শাহাদাত হোসেন।
বিদেশি ক্রিকেটার: আমির হামজা (আফগানিস্তান) এবং সাইম আইয়ু্ব (পাকিস্তান)।
হেড কোচ: খালেদ মাহমুদ সুজন
আরটিভি/এসআর
অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত
গত ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। এরপরই নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার নেতৃত্বে ভালো কিছু করতে পারেনি টাইগাররা। সেই সঙ্গে হারিয়ে গেছে শান্তর ব্যক্তিগত পারফরম্যান্স। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।
শনিবার (২৬ অক্টোবর) বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই রান নেই শান্তর ব্যাটে। ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। তাই নিজের পারফরম্যান্সে উন্নতি করতে নিজের ওপর থেকে নেতৃত্বের চাপ সরাতে চান তিনি।
চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। যা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি। মূলত, নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্রিকবাজ বলছে, বিসিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শান্তকে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও সেটাতে রাজী হননি তিনি। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। এবার সরে দাঁড়াচ্ছেন তিন ফরম্যাট থেকেই। তবে এখন পর্যন্ত শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
জানা গেছে, ওমরাহ পালন করে সভাপতি ফারুক আহমেদ দেশে আসলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, সে আমাদের জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
আরটিভি/এসআর/এসএ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ / ফাইনালে উঠতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুটি চক্রে ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি ভারত। এবারও ফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রোহিত-কোহলিরা। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের বিপাকে পড়েছে আকাশী-নীলরা। ফাইনালে উঠতে হলে মেলাতে হবে কঠিন সমীকরণ।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু ও পুনেতে স্পিনবান্ধব উইকেট তৈরি করেছিল ভারত। কিন্তু নিজেদের ফাঁদেই ধরা পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে কিউইদের বিপক্ষে ভারতকে জিততে হতো ৩৫৯ রানের লক্ষ্য পেরিয়ে। তবে রোহিত শর্মার ১১৩ রানে হেরে ঘরের মাঠে সিরিজ খোয়াল এক যুগ পর।
এতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রাখলেও, ফাইনালে ওঠা নিয়ে সমীকরণের মারপ্যাঁচে পড়েছে ভারত। বর্তমানে তাদের পয়েন্ট ৬২.৮২ শতাংশ। মুম্বাইয়ে শেষ টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হারলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে যাবে।
এরপর মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ফাইনালে উঠতে হলে যেখানে কমপক্ষে ৩-২ ব্যবধানে জিততে হবে ভারতকে। এ ছাড়াও কিউইদের হারাতে হবে সিরিজের শেষ টেস্টে। আগামী ১ নভেম্বর থেকে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচটি শুরু হবে।
সুতরাং, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারলে বড় বিপদে পড়ে যাবে ভারত। পয়েন্ট টেবিলে দুইয়ে তো নামবেই, সঙ্গে শঙ্কা তৈরি হবে ফাইনাল নিয়েও। কারণ, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল সিরিজ জিতলেই হবে না, ৪-০ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে এই সমীকরণ মেলানো অনেকটাই কঠিন।
আগামী ২২ নভেম্বর থেকে দুই দল মুখোমুখি হবে পাঁচ টেস্টের সিরিজে। সেই সমীকরণ না মেলাতে পারলে ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা পয়েন্ট খোয়ালে ভারত টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে।
আরটিভি/এসআর
নাটকীয়তা শেষে রদ্রির হাতে ব্যালন ডি’অর
নানা নাটকীয়তা শেষে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রিগো হার্নান্দেজের হাতেই উঠলো ২০২৪ ব্যালন ডি’অর। যদিও শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রদ্রিকে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ।
এদিন এলেন ক্রাচে ভর করে কালো স্যুট, বোট বো-টাই পরে অনুষ্ঠানে আসেন রদ্রি। জর্জ উইয়াহে তার নাম ঘোষণা করে গোল্ডেন বল তুলে দেন হাতে। এরপর প্রেমিকা লরার সামনেই উঁচিয়ে ধরেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর।
শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পিছনে ফেলে ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন জিতলেন রদ্রি। ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তারপর যথাক্রমে ভোট পেয়েছেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজ।
গত মৌসুমে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন রদ্রি। যেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ। পুরো মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স।
প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রথমবারের মতো স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ জিতেছিলেন ব্যালন ডি’অর। এরপর রদ্রি এই পুরস্কার জিতলেন। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে তিনিই প্রথম এই পুরস্কার পেলেন।
আরটিভি/এসএপি