• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মেসিবিহীন আর্জেন্টিনা আটকে দিলো জার্মানিকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ অক্টোবর ২০১৯, ০৯:৫৯
মেসিবিহীন আর্জেন্টিনা আটকে দিল জার্মানিকে
মেসিবিহীন আর্জেন্টিনা আটকে দিল জার্মানিকে ।। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-জার্মানির হাইভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। নিজেদের মাঠে শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলে প্রথমার্ধ ম্যাচের নিয়ন্ত্রণে নেয় জার্মানি। ১৫ মিনিটে জার্মানদের লিড এনে দেন সার্জি জিনাব্রি। ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি স্বাগতিকরা।

ম্যাচের ২২ মিনিটে কাই হাভার্টর্সের গোলে ২-০ এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধে আর কোন গোল হয়নি। বিরতি থেকে ফিরে গতি বাড়ায় আর্জেন্টিনা। ৬৬ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা।

পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে মার্কোস আকুনার ক্রস ডি-বক্সে ফাঁকা পেয়ে যান ফরোয়ার্ড লুকাস আলারিও। হেড দিয়ে বল জালে পাঠান এ তরুণ স্ট্রাইকার। সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টাইন আর ব্যবধান বাড়াতে চায় জার্মানি। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ওকামপোসের গোলে সমতায় ফেরে মেসিবিহীন আর্জেন্টিনা।

সই/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানী ভাতা, কমিটি গঠন 
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
হামজার মতো আরও প্রবাসী ফুটবলারের খোঁজে বাফুফে
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা