বাংলাদেশ-ভারত ম্যাচের খুঁটিনাটি
বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকা টিম ইন্ডিয়া কয়েক বছর ধরে বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে। অন্যদিকে সম্প্রতি শক্তিশালী কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ভক্তদের আশার আলো দেখাচ্ছে জামাল ভূঁইয়ার দল।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
অনলাইন প্লাটফর্মে হটস্টার ডট কম, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
সল্টলেক স্টেডিয়াম হিসেবে খ্যাত এই মাঠের মোট ধারণক্ষমতা ৮৫ হাজার। যেখানে অনেক বাংলাদেশি প্রিয় দলকে সমর্থন দিতে উপস্থিত থাকবেন।
ভারত স্কোয়াড
গোলরক্ষক
গুরপ্রীত সিং সাধু, কমলজিৎ সিং, অমরিন্দর সিং
রক্ষণভাগ
প্রীতম কোটাল, রাহুল ভেকে, আনাস, আদিল খান, নরেন্দর গহৌলত, সার্থক গোলুই, মন্দার রাও দেশাই, শুভাশিস বোস
মধ্যমাঠ
উদান্তা কুমাম, নিখিল পূজারি, বিনীত রাই, অনিরুদ্ধ থাপা, আবদুল সাহাল, রেনিয়েল ফার্নান্ডেজ, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লালরিনজুয়ালা ছাংতে, আশিক কুরিয়ান
আক্রমণভাগ
সুনীল ছেত্রী (অধিনায়ক), বলবন্ত সিং, মনবীর সিং
কোচ
ইগর স্টিমাচ (ক্রোয়েশিয়া)
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক
আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, শাহিদুল ইসলাম সোহেল
রক্ষণভাগ
বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রফি, ইয়াসিন আরাফাত, রাইয়ান হোসেন
মধ্যমাঠ
জামাল ভুঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, রবিউল হাসান, সোহেল রানা, আরিফুর রহমান, মামুনুল ইসলাম, মোহম্মদ ইব্রাহিম
আক্রমণভাগ
তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, জুয়েল রানা, সাদ উদ্দিন
কোচ
জেমি ডে (ইংল্যান্ড)
ওয়াই
মন্তব্য করুন