• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশের কেউই দল পাননি ‘দ্য হান্ড্রেড’ এ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ অক্টোবর ২০১৯, ১১:৫৫
SHAKIB-TAMIM
ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে ২০২০ সালের ১৭ জুলাই শুরু হবে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। রোববার রাতে হয়ে গেল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। এতে দল পায়নি বাংলাদেশের কোনও ক্রিকেটার।

‘দ্য হান্ড্রেড’ নিয়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানরা ছিলেন আলোচনায়। শুরু থেকেই এই তিন টাইগার তারকার নাম ছিল তালিকায়। এরপর যোগ হয় মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনির নাম। যদিও কাউকেই নিতে আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজিরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: রোববারের খেলার সূচি
---------------------------------------------------------------

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত এই টুর্নামেন্টের ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে সাকিব ও তামিমের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড। ৬০ হাজার পাউন্ড ছিল মুস্তাফিজের ভিত্তিমূল্য। মুশফিক, লিটন ও ইমরুলের ভিত্তিমূল্য ধরা হয় ৪০ হাজার পাউন্ড এছাড়া রিয়াদ, মিথুন, সাইফউদ্দিন, রনি ও তাসকিনের ছিল না কোনও ভিত্তিমূল্য।

এদিকে দল পাননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও লাসিথ মালিঙ্গার মতো বড় নামগুলোও।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা
জাতীয় দলে কবে খেলবেন, জানালেন সাকিব
গ্লোবাল সুপার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেলেন সাকিব