• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আমার তো বিশ্বাসই হচ্ছে না, এমন হতে পারে: পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৯, ১৫:৩৬
bcb
ছবি-আরটিভি অনলাইন

১১ দফা দাবিতে ধর্মঘট ডাক দেয়ায় অবাক হয়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কাল টিভিতে দেখলাম, পত্র-পত্রিকায় দেখলাম, খেলোয়াড়রা কিছু দাবি-দাওয়া দিয়েছে এবং খেলা থেকে ধর্মঘটে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, খেলোয়াড়দের কাছ থেকে এমন হতে পারে। আমি আসলে বিস্মিত।’
ভারত সফরের জন্য আগামী ২৫ অক্টোবর শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। তার আগেই সোমবার সব ধরনের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে পাপন বলেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, খেলোয়াড়েরা যদি যোগ দেয় তো দেবে, নয়তো দেবে না। ক্যাম্পে যদি যোগ না দেয়। তাহলে কিছু করার থাকবে না। হ্যাঁ, ওরা বসতে চাইলে আমরা রাজি আছি।’

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বাইরে কে ষড়যন্ত্র করছে, তা আমরা জানি : বিসিবি প্রধান
---------------------------------------------------------------------

ক্রিকেটাদের না খেলার সিদ্ধান্তে ইমেজ সঙ্কটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। এমটাই দাবি পাপনের।

বিসিবি প্রধান বলেন, ‘আমাদের কাছে দাবি না তুলে তারা যে উদ্দেশ্যে মিডিয়ার সামনে তুলে ধরলো, সে উদ্দেশ্যে আপাতত তারা সাকসেস। এসিসি-আইসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) থেকে শুরু করে সবাই ফোন করে বলছে, বাংলাদেশের ক্রিকেট নষ্ট হয়ে গেছে। তার মানে, বাংলাদেশের ইমেজ এবং ক্রিকেটের ইমেজ নষ্ট করতে সফল হয়েছে তারা।’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর দেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না মুশফিকের
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ