• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ক্রিকেটারদের অপেক্ষায় বিসিবি কর্তারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৯
BANGLADESH CRICKET
মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস || ছবি- আরটিভি অনলাইন

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যলয়ে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছেন বোর্ড কর্তরা। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জালাল ইউনুস বলেন, ‘মাননীয় সভাপতি এখানেই আছেন। সঙ্গে কয়েকজন বোর্ড পরিচালকরাও রয়েছেন। আপনারা জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি খেলোয়াড়দের সঙ্গে কথা বলার জন্য। আগেই বলেছি, আমাদের দরাজা খোলা। আমরা এখানেই এখনও অবস্থান করছি ক্রিকেট বোর্ডে। খেলোয়াড়রা যতি চায় তারা আসতে পারেন। তাদের জন্য অপেক্ষা করছি। এখানে সন্ধ্যা পর্যন্ত আছি। সংলাপের জন্য আমরা প্রস্তুত।’

ক্রিকেটারদের সঙ্গে কারও সঙ্গে যোগাযোগ করেছেন? এমন প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, আমরা চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। দুই-এক জনকে ম্যাসেজ দিয়েছি যে, আমরা এখানে আছি। তারা চাইলে আমাদের এখানে কথা বলতে পারে।

সেখান থেকে কোনও পাল্টা জবাব এসেছে? উত্তরে জালাল ইউনুস বলেন, জবাব পাইনি। তবে একজন জানিয়েছেন, তিনি একা বলতে পারছেন না। তবে তিনি সবার কাছে বার্তা পৌঁছে দেবেন। তারা যদি ম্যাসেজটা না পেয়ে থাকেন, আপনারদের মাধ্যমে তাদের কাছে বার্তাটি পৌঁছাতে চাই।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সাকিবদের সমর্থন জানিয়েছে ফিকা
---------------------------------------------------------------

তিনি বলেন, ‘আমরা সন্ধ্যা পর্যন্ত বোর্ডে থাকব। সন্ধ্যা বা রাতে যখনই বলেন। তারা যদি যোগাযোগ করতে চান, সংলাপ করতে চান আমরা তাদের জন্য অপেক্ষায় রয়েছি।’

এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণভবন থেকে বের হয়ে ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর দেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না মুশফিকের
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ