• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিসিবির লভ্যাংশের ভাগ দাবি ক্রিকেটারদের

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০১৯, ১৯:১১
বিসিবির লভ্যাংশের ভাগ দাবি ক্রিকেটারদের
বিসিবির লভ্যাংশের ভাগ দাবি ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লভ্যাংশের ভাগের দাবি করেছে ধর্মঘটে যাওয়া ক্রিকেটাররা।

আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এই বিষয়টি জানান।

এছাড়া তিনি জানান, বিকেলে বিসিবির কাছে ডাক ও মেইল যোগে এই দাবিগুলো চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে ১৩টা দাবি উপস্থাপন করা হয়েছে।

এর আগে এই হোটেলেই বৈঠকে বসেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস নাঈম ইসলাম, ফরহাদ রেজাসহ আন্দোলনরত ক্রিকেটাররা। সংবাদ সম্মলনেও উপস্থিত ছিলেন তারা।

ক্রিকেটারদের ১৩ দফা দাবি

প্রথম দাবি, ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দায়িত্বে থাকাদের পদত্যাগ করতে হবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত তাই পদত্যাগ করতে হবে। কোনও ব্যক্তিগত কারণ নেই। তাদের অবস্থান গত কারণে পদত্যাগ করবে। প্রতিবছর পেশাদার ক্রিকেটাররা নির্বাচন করবে।

১৯৬৭ সালে ইংল্যান্ডে প্রথমবারের মতো প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। বাংলাদেশেও ক্রিকেটারদের স্বার্থে এমন প্রতিষ্ঠান গঠন করতে হবে। সংঘঠনে শুধু খেলোয়াড়রাই থাকতে পারবে।

দ্বিতীয় দাবি, ঢাকা প্রিমিয়ারসহ অন্যান্য লিগ আগের মতো ফিরিয়ে নিতে হবে। বর্তমানে ডাফ্রট প্রথা রয়েছে তা বিলুপ্ত করতে হবে।

তৃতীয় দাবি, সময় হাতে নেই তাই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিবর্তন সম্ভব না। তবে ক্রিকেটাররা চায় আগামী বছর আগের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ফিরে যাক বিপিএল। জনপ্রিয় এই লিগে বিদেশি খেলেয়াড়দের সঙ্গে বেতন বৈষ্যম্য কমাতে হবে। গেল তিন আসরে সবচেয়ে সেরা খেলোয়াড় বাংলাদেশেই হয়েছে।

চতুর্থ দাবি, প্রথম শ্রেণীর প্রতি ম্যাচের খরচ ১ লাখ টাকা দিতে হবে।

পঞ্চম দাবি, ৩০ জন খেলোয়াড়কে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখতে হবে।

সপ্তম দাবি, কোচ ও মাঠ কর্মীদের বেতন বাড়াতে হবে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো কাঠামো করতে হবে।

অষ্টম দাবি, বিপিএল ছাড়াও দেশে টি-টোয়েন্টি লিগ চালু করতে হবে।

নবম দাবি, ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেটা একইরকমভাবে থাকতে হবে। কোনরকম ভঙ্গ করা যাবেনা।

দশম দাবি, খেলোয়াড়দের পাওয়ান সময় মতো দিতে হবে। শুধু বিপিএলই নয়, সব ক্লাবের ক্ষেত্রেই।

একাদশ, দুইটার বেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যে বাধা রয়েছে, তা শিথিল করতে হবে।

১২তম দাবি, কয়েক বছরের মধ্যে ভারতের পর ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা হবে বাংলাদেশে। ক্রিকেট থেকে অর্জনকৃত লভ্যাংস্য ক্রিকেটারদের দিতে হবে।

১৩তম দাবি, বাংলাদেশ ক্রিকেটের নারী ক্রিকেটারদেরও একই রকম নিয়মের মধ্যে আনতে হবে। বিশ্বের অন্য দেশগুলোর মতো নারীদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
চলতি বছর দেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না মুশফিকের
কুমিল্লায় ১৬তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন