• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রিয়াদ-মুশফিকরা হারলেন ইমরুল-সাব্বিরদের কাছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৯, ২২:৫৩
রিয়াদ-মুশফিকরা হারলেন ইমরুল-সাব্বিরদের কাছে

বলতে গেলে ভারত সফরের জন্য ঘোষিত দলটার সবাই ছিল লাল দলে। রোববার সন্ধ্যায় দুটি প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লাল ও সবুজ দল। জাতীয় দলের ১৩ সদস্যের সঙ্গে জাতীয় লিগে থাকা আরও ৯ ক্রিকেটারকে নিয়ে গঠন করা হয় দুটি দল।

সবুজ দলে ওই নয় ক্রিকেটারের সঙ্গে যোগ দেন আরাফাত সানি ও আল-আমিন। সন্ধায় প্রথমে ব্যাট করতে নামে লাল দল।

ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েস (৩২) এবং ইয়াসির আলী (৩৯) ছাড়া কেউই টি-টোয়েন্টি সুলভ ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রানে থামে সবুজ দলের ইনিংস।

লাল দলের পক্ষে আমিনুল ইসলাম বিপ্লব ১৭ রান খরচায় ৩টি এবং আবু হায়দার রনি ২৯ রান খরচায় সমান উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে হতাশ করেন মুশফিকুর রহিম, সোম্য সরকারেরা। যদিও দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন দাস।

এছাড়া নিয়মিত বিরতিতে উইকেট দিতে থাকেন সবুজ দলের ব্যাটাররা। আফিফ হোসেন ৮, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক হোসেন ১, আমিনুল ইসলাম ২ ও শূন্যতে সাজঘরে ফেরেন শফিউল ইসলাম।

তাতে গোটা ২০ ওভারই ব্যাট পারেনি জাতীয় দলে আদলে গড়া লাল দল। মাত্র ৯৩ রানে সব উইকেট হারাতে হয় ১৭.৪ ওভারেস্কোরবোর্ডে উঠেছে মাত্র ৯৩ রান।

আগামীকাল সোমবার একই সময়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচের শেষ ও দ্বিতীয় ম্যাচটি।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
আমিরকে জাতীয় দলে দেখতে চান না রমিজ রাজা
জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
X
Fresh