• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামের শিরোপা গেল মালয়েশিয়ায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৯, ২১:২৭
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯
ছবি- সংগৃহীত

শেষ হলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি।

তেরেঙ্গানুর বিপক্ষে প্রথমার্ধে ২ গোল হয়ে দিশেহারা হয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। হজম করতে হয় তেরেঙ্গানুর একের পর রক আক্রমণ।

খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় লি টাকের করা কর্নার থেকে হেডে গোল করে তেরেঙ্গানুকে ১-০ গোলে এগিয়ে নেন হাকিম বিন আমাত। এরপর ২৫ মিনিটে আলিয়াসের করা গোলে ২-০ ব্যবধানে লিড নেয় অতিথিরা।

প্রথমার্ধে ২ গোল হজম করে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন ফেরার ইঙ্গিত দেন জামাল ভুঁইয়ারা। খেলা শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় আবাহনীর হয়ে গোল করেন রথকোবিচ লুকা।

এরপর বেশ কয়েকটি আক্রমণ করলেও তেরেঙ্গানুর গোল-কিপারকে পরাস্থ করতে পারেনি স্বাগতিকরা।

বাকি ৪৮ মিনিটে কোনও দলই আর গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়ান ক্লাবটি।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়