• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

তামিমের ফিটনেসের রহস্য উন্মোচন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৯, ১৩:৩৭
Tamim iqbal
ছবি- সংগৃহীত

বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। ২০১৯ বিশ্বকাপে হতাশ করেছেন ভক্তদের। চলছিল কঠোর সমালোচনা। ইংল্যান্ড থেকে ফিরতেই শুরু হয় শ্রীলঙ্কা সফর। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান অনুপস্থিত। দলের হাল ধরলেন তামিম নিজেই। লঙ্কানদের মাটিতেও চেনা রূপে দেখা যায়নি বাম-হাতি এই ওপেনারকে। শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয় দলকে। এরপর শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আফগানদের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেয় টাইগাররা। এই দুই সিরিজ থেকে নিজেকে বিরত রাখেন তামিম। ভারত সফরে ফেরার কথা থাকলেও পারিবারিক কারণে আবারও ২২ গজ থেকে দূরে অবস্থান দেশসেরা এই ওপেনারের। নিজ ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতেই বোঝা যায় ব্যাট হাতে ফিরতে কতটা মরিয়া তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ আসরে আট ম্যাচে ২৩১ রান তুলেছেন তামিম। মাত্র একটি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল তার। গড় ২৮.৮৭। শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কোনও রানই তুলতে পারেননি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের স্কোর যথাক্রমে ১৯ ও ২। এমন পরিস্থিতিতে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩০ বছর বয়সী এই তারকা।

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ দল। ক্রিকেট থেকে দূরে থাকা তামিম নিজেকে প্রস্তুত করছিলেন। যখন অনুশীলনে ফিরেছিলেন তখনই তা ছিল দৃশ্যমান। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিল তার নাম। যদিও সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বোর্ড থেকে ছুটি নিতে হয় তাকে। নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসান। অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ সাইফ উদ্দিনও ছিটকে যান ইনজুরির কারণে। ঠিক এমন সময় দলের অন্যতম স্তম্ভ তামিমকে না পাওয়ায় আশাহত হতে হয় ভক্তদের।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আমাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করে: তামিম
---------------------------------------------------------------

ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহারের পর ফেসবুকে একটি খোলা চিঠিও লেখেন এই ড্যাশিং ব্যাটসম্যান। এসময় বাস্তবতা তুলে তিনি বলেন, আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদেরকে প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যারা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

মাঠ থেকে ছুটি নিলেও শারীরিক কসরত থেকে বিরত নন তিনি। ২২ গজে ফেরার প্রথম যে শর্ত তা হচ্ছে শতভাগ ফিট থাকা। আর এই ফিটনেসের ওপর বিশেষ নজর দিচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। যুক্তরাজ্য ভিত্তিক ফিটনেস ট্রেইনার বেন কোলম্যানের সঙ্গে সেশন করছেন তামিম। ফেসবুকে পোস্ট করা এই ভিডিওটি এরইমধ্যে হয়েছে ভাইরাল। প্রায় ৪ সপ্তাহজুড়ে থাইল্যান্ডে কোলম্যানের কাছে ফিটনেস ট্রেনিং করেছেন তামিম।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘কঠোর পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি, এটা সব সময় প্রয়োজন নাও হতে পারে। তবে চেষ্টা তো করতেই হবে।’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর
দীপ্ত টিভির কর্মী তামিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
দুপুরে বোর্ড সভায় বসছে বিসিবি, আসতে পারে যেসব সিদ্ধান্ত