উন্মোচন হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো, উদ্বোধন ৮ ডিসেম্বর
জল ঘোলা কম হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর নিয়ে। শেষ পর্যন্ত লোগো উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করল বিপিএল হচ্ছে।
শনিবার সন্ধ্যায় প্যানপ্যাসিপিক সোনারগাঁ হোটেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে উন্মোচিত হয়ে গেল বিপিএলের স্পেশাল আসরের লোগো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি সম্মান জানিয়ে সপ্তম বিপিএলের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ’।
নাজমুল হাসান পাপন জানান, ডিসেম্বরের ৮ তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। এরপর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে খেলা।
‘আমি আগেই বলেছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্পেশাল হবে এবারের বিপিএল। এই বিপিএলে প্রত্যেকটা দলই বিসিবির। এটা বঙ্গবন্ধুর নামে হচ্ছে তাই আমরা নিজেরাই করছি।’
এবারের বিপিএলে খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন উঠছে আগে থেকেই। কারা অংশ নেবে, বিশেষ করে বিদেশি খেলোয়াড়েরা আসবে কিনা। দেশি খেলোয়াড়েরা কেমন সুযোগ সুবিধা পাবে।
এ নিয়ে পাপন বলেন, লোকাল কিছু খেলোয়াড় বের করা। বাইরের খেলোয়াড়দের প্রতি বেশি ডিপেন্ডেড হয়ে যাওয়া। আমরা চাচ্ছিলাম যে, আমাদের লোকাল খেলোয়াড়দের কিভাবে সামনে নিয়ে আসা যায় এবং তাদের দেখা যায়। এর মধ্যে বিশেষ করে লেগ-স্পিনারদের প্রতি বাড়তি খেয়াল রাখা হবে। এতসবের মাঝে আমাদের নজর থাকবে, বিপিএলের মান যেন কমে না যায়। আমরা চেষ্টা করছি, ভালো বিদেশি খেলোয়াড়েদের আনার।
আরো পড়ুন
এমআর/পি
মন্তব্য করুন