• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

১৪ বাংলাদেশি ক্রিকেটার পিএসএলের নিলামে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ নভেম্বর ২০১৯, ১৩:০১
tamim iqbal-mahamudullah-psl
তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবার কথা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর। ঘরের মাঠে পিএসএলের আয়োজন করতে না পারলেও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গেল পাঁচ আসর।
দেশের বাইরে আয়োজন হলেও জাঁকজমকের কমতি রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন পিএসএলকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। তারই অংশ হিসেবে নিলামে থাকা বিদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তানি ক্রিকেটার ছাড়াও ১৪ দেশের ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন পিএসএলে খেলার জন্য। যেখানে বাংলাদেশের আছেন ১৪ জন।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। গোল্ডেন ক্যাটাগরিতে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, আল আমিন হোসেন, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান ও অলক কাপালি।

১৪ দেশের মোট ১৪৪ জন ক্রিকেটারের নাম রয়েছে গোল্ড ক্যাটাগরিতে। ডায়মন্ড, গোল্ড ছাড়াও রয়েছে সিলভার ও ইমার্জিং ক্যাটাগরি।

গোল্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবে সর্বোচ্চ ৫৮ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ২০ হাজার টাকা।

দেশের বাইরের ক্রিকেটার ছাড়াও তিন ক্যাটাগরিতে পাকিস্তানের মোট ৩২৫ জন খেলোয়াড়ের নাম আছে নিলামে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা
তামিমের দল থেকে বাদ পড়াতে আমার কোনো হাত নেই: ভক্তকে সাকিব