জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্ডিওলার শিষ্যরা।
শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে ছন্দহীন ম্যানসিটি নিজেদের খুঁজে পায় দ্বিতীয়ার্ধে।
ইতিহাদ স্টেডিয়ামে ৫২ মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই স্টাইকার।
৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন নিজেই। আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহারেজের পাসে দলের হয়ে দ্বিতীয় গোল তোলেন ডি ব্রুইন।
বাকী সময় আর কোন দল গোল করতে না পারায় জয়ের আনন্দে মাতে সিটিজেনরা। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।
ওয়াই