• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বায়ার্ন মিউনিখ ছাড়াও লিগ পর্বে যাদের মুখোমুখি হবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৫:০১
চ্যাম্পিয়ন্স লিগ
ছবি- সংগৃহীত

মেসি-নেইমারদের হাত ধরে সবশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর শিরোপা জেতাতো দূরের কথা সেমিফাইনালেও উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। গত আসরে কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল কাতালান ক্লাবটি। তার আগের বার গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়ে ছিল বার্সেলোনা।

এবারের আসরেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে ক্লাবটি। লিগ পর্বের প্রথম ম্যাচেই জার্মান জায়ান্টদের মুখোমুখি হতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। এ ছাড়াও আরেক জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকেও হারাতে হবে বার্সেলোনাকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত হয়েছিল ৩৬ দলের ড্র। নতুন ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। নতুন ফরম্যাটে লিগ পর্ব খেলে নক আউট পর্বে জায়গা যাবে দলগুলো। তাই লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি হবে হোম ভেন্যুতে এবং বাকি চারটি হবে প্রতিপক্ষের মাঠে।

বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে- বায়ার্ন মিউনিখ, আতালান্তা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে। কাতালানদের দলটির বাকি চার ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে গিয়ে খেলতে হবে।

এক নজরে হোম ভেন্যুতে বার্সেলোনার প্রতিপক্ষ

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা বনাম আতালান্তা
বার্সেলোনা বনাম ইয়াং বয়েজ
বার্সেলোনা বনাম ব্রেস্তে

এক নজরে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ

বার্সেলোনা বনাম বরুশিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা বনাম বেনফিকা
বার্সেলোনা বনাম রেড স্টার বেলগ্রেড
বার্সেলোনা বনাম মোনাকো

অন্যদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড ও স্পার্তা প্রাহার বিপক্ষে। তাদের অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষরা হলো- পিএসজি, জুভেন্তাস, স্পোর্তিং লিসবন ও স্লোভান ব্রাটিস্লাভা।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই। কোনও পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই হবে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যানসিটিকে হারিয়ে নকআউটের পথে জুভেন্টাস
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা
জুভেন্টাস-ম্যানচেস্টার সিটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা