• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মেসির সঙ্গে কারও তুলনায় নারাজ জুলিও সিজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৩
messi, Júlio César

বুট জোড়া তু্লে রেখেছেন জুলিও সিজার। ব্রাজিল জাতীয় দল ছাড়াও গোলপোস্ট সামলেছেন ইন্টার মিলান, বেনফিকা, কুইনস পার্ক রেঞ্জার ও ফ্লেমেঙ্গোর হয়ে। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কিংবদন্তিদের তালিকা রয়েছে তার নাম। বিশ্বের নানা প্রান্তে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছেন। প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশে। দিনভর নানা কার্যক্রমে অংশ নেয়ার পর মুখোমুখি সাংবাদিকদের সঙ্গে। সুযোগ পেয়ে জানতে চাওয়া হলো তার প্রিয় ফুটবলারের নাম।

ইন্টার মিলানের জার্সিতে ২২৮ ম্যাচে অংশ নিয়েছেন ৪০ বছর বয়সী জুলিও সিজার। ইতালিয়ান ঐতিহ্যবাহী এই দলের হয়ে খেলেছেন রোনালদো নাজেরিও, রোনালদিনহো ও জাভিয়ের জানেত্তির মতো কিংবদন্তি ফুটবলার। এদের মধ্যে সেরা কে?

‘কঠিন প্রশ্ন। তবে আমার চোখে সেরা অবশ্যই রোনালদিনহো। তার মধ্যে বিশেষ কিছু ছিল। এক কথায় তিনি একজন জিনিয়াস ফুটবলার।’

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার কে? এইনিয়ে বিশ্বজুড়েই বিতর্ক।

ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও জুলিও সিজারের চোখে এগিয়ে রয়েছেন মেসিই।

মেসির প্রসঙ্গ টেনে এই সাম্বা কিংবদন্তি বলেন, ‘তার সঙ্গে কারও তুলনা চলে না। দীর্ঘ দিন ধরে মেসি-রোনালদো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন। সব বিবেচনা করে আমি মেসিকেই এগিয়ে রাখছি।’

পর্তুগিজ কোচ হোসে মোরিনহোর অধীনে ইন্টারের হয়ে ট্রেবল জেতার রেকর্ড রয়েছে। সে সময়কার স্মৃতিচারণ করে এই গোলরক্ষক বলেন, ‘২০০৯/১০ মৌসুম আমার ক্যারিয়ারের সেরা সময়। মোরিনহো ও দলের অন্যদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। মরিনহো স্পেশাল কোচ। তার থেকে অনেক কিছু শিখেছি।’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল
ইয়ামালের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছেন মেসি
বর্ষসেরা একাদশে রিয়ালের আধিপত্য, ১৭ বছর পর বাদ মেসি
এমএলএসের বর্ষসেরা ফুটবলার মেসি