• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিকেএসপিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮
বিকেএসপিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে-বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দুই দিনের অনুশীলন ম্যাচ। বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে ম্যাচটি।

সকালে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বিসিবি একাদশ। বিসিবি একাদশের হয়ে খেলছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে থাকা ছয় ক্রিকেটার।

এই দলটির নেতৃত্ব দিচ্ছেন আল-আমীন (জুনিয়র)।

দুই দলই ১৩ জন করে খেলাতে পারবে এই ম্যাচে। সফরকারী দল হিসেবে আগে ব্যাট করার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে।

বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন (অধিনায়ক), ফারদীন আনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।

এমআর/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার  
ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি