ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

মেসির ছেলে রোনালদোর ফ্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৫০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

লিওনেল মেসি-অ্যান্তোনেলা রকুজ্জোর ঘরে রয়েছে তিন ছেলে সন্তান। নাম থিয়েগো, মাতেও এবং সিরো। সাধারণত বড় দুইজনকে প্রায় বাবার সঙ্গে দেখা যায়। সম্প্রতি অনুশীলনের সময়ও থিয়েগো-মাতেও নিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে বার্সেলোনা মহাতারকাকে।

বিজ্ঞাপন

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপোর্টিভোকে দেয়া এক সাক্ষাতকারে ৩২ বছর বয়সী মেসি জানিয়েছেন, তার বড় সন্তান থিয়াগো প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ফ্যান। 

‘সে লুইসকে (সুয়ারেজ) নিয়ে অনেক কথা বলে। গ্রিজম্যান (আতোঁয়ান) ও আর্থুরোকে (ভিদাল) নিয়েও আলোচনা হয়েছে। কারণ তার রয়েছে ভিন্ন রকম চুল। দলের বাইরে ছাড়াও কিলিয়ান (এমবাপে), ক্রিশ্চিয়ানো (রোনালদো) ও নেইমারের খোঁজ রাখে সে।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে ছয়বারের ব্যালর ডি অ’র জয়ী বলেন, ‘হ্যা থিয়াগো সবাইকেই চেনে। তাদের পছন্দ করে এবং সবাইকে নিয়ে অনেক আগ্রহ রয়েছে তার।’

খারাপ পারফরম্যান্স হলে সাত বছর বয়সী ছেলের কাছে সমালোচনাও শুনতে হয় বার্সেলোনার সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে।

বিজ্ঞাপন

আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘কয়েকবার তার মু্খে দুয়ো শুনতে হয়েছে আমাকে। বার্সলোনা ও চ্যাম্পিয়নস লিগের নিয়মিত খোঁজ রাখে থিয়েগো।’

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |