• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

বিশ্ব একাদশে খেলবেন গেইল: পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫১
chris gayle
ছবি- সংগৃহীত

মুজিব বর্ষ উপলক্ষে অল স্টার এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ আসবেন ক্রিস গেইল। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি এই তথ্য জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এই বিশেষ আয়োজনে এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে কারা খেলবেন, এমন প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি প্রধান।

নাজমুল হাসান পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট-ইন্ডিজ থেকে তিন চারজন আসছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছে। তবু দলের বাইরে থেকে আসবে। ইংল্যান্ড থেকে জনি জনি বেয়ারস্টো থাকবেন। লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকার পেসার) আসছেন। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজের ওপেনার) থাকার কথা। ফাফ ডু প্লেসিও (দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান থাকবেন।’

ম্যাচের আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না বলে জানান পাপন। যদিও এই ম্যাচে ক্রিকেটের কিংবদন্তিদের আনার ইচ্ছা আছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার।

‘উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে কিছু হবে না। তবে কয়েকটা ক্রিকেট গ্রেটকে আমন্ত্রণ জানাবো আমরা।’ যোগ করেন পাপন।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে
বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা
দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচ হওয়ার কারণ জানালেন সালাউদ্দিন
এবার ওয়ানডেতে অভিষেক জাকেরের, এক বাক্যে বদলে গেল ক্যারিয়ার