ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিসিএলের শিরোপা দক্ষিণাঞ্চলের

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ , ০৭:১২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ১০৫ রানে জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। ২০১৯-২০ মৌসুমের প্রতিটি ম্যাচই হয়েছে চারদিনে। পূর্ব ঘোষণা অনুযায়ী  অষ্টম আসরের ফাইনাল পাঁচ দিনে হওয়ার কথা থাকলেও চতুর্থ দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আব্দুর রাজ্জাক নেতৃত্বাধীন দলটির দেয়া ৩৫৪ রানের লক্ষ্য টপকাতে সক্ষম হয়নি পূর্বাঞ্চল। ইমরুল কায়েস নেতৃত্বাধীন দলটি গুটিয়ে যায় ২৪৮ রানে।

পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেছন মাহমুদুল হাসান লিমন। এছাড়া ৪২ রানের ইনিংস খেলেন জাকির হাসান।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও মেহেদী হাসান তিনটি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে শতক ও ম্যাচে দুই উইকেট তুলে নেয়ায় ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণাঞ্চলের ফরহাদ রেজা।

সংক্ষিপ্ত স্কোর

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চল

৪৮৬ ও ১৪০

পূর্বাঞ্চল

২৭৩ ও ২৪৮

লক্ষ্য 

৩৫৪

ফল

দক্ষিণাঞ্চল ১০৫ রানে জয়ী

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |