ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিসিএল শুরু ২০ নভেম্বর, খেলোয়াড়দের দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ , ০৩:২৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে দেশের ঘরোয়া লিগ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসর শুরু হচ্ছে রোববার (২০ নভেম্বর)। এজন্য প্রতিযোগিতার চারটি দল তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়। পরে চারটি দল তাদের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, বিকেএসপির তিন নম্বর মাঠে ২০ নভেম্বর সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংকের খেলা অনুষ্ঠিত হবে। একই সময়ে বিসিবি সাউথ ও বিসিবি নর্থ মুখোমুখি হবে বিকেএসপির চার নম্বর মাঠে। একইভাবে চারটি দলে একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। তবে আগামী ২৭ নভেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দিবারাত্রির ফাইনাল ম্যাচ।  

বিজ্ঞাপন

বিসিএলে চূড়ান্ত স্কোয়াড

বিসিবি সাউথ জোন : এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, রিশাদ হোসেন।

বিসিবি নর্থ জোন : মাহমুদউল্লাহ, লিটন দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল, নাঈম হাসান।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক ইস্ট জোন : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ, শরিফউল্লাহ।

সেন্ট্রাল জোন : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম, মুশফিক হাসান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |