• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ: জাহানারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২২
bangladesh vs australia, jahanara alam
জাহানারা আলম || ছবি- সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ক্যানবেরা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রথম ম্যাচে ভারতের কাছে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। তাই এই ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের মেয়েরা। জানিয়েছেন জাহানারা আলম।

বুধবার ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় এই ডান-হাতি এই পেসারকে।

‘আমরা অবশ্যই জয়ের জন্যই খেলতে নামবো। সবশেষ ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে চাই। এটা খেলার অংশ। আমরা ভালো করার জন্য মুখিয়ে আছি। অবশ্যই আমরা সর্বশক্তি দিয়ে ফিরে আসতে চাই।’ যোগ করেন জাহানারা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ভাবনা, যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী সেরটা দিতে পারি তাহলে অবশ্যই জয় পাওয়া সম্ভব। আমরা নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখি।’

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়াও। জয়ের ধারায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই চারবারের শিরোপাজয়ীদের।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে বৃহস্পতিবার
বৈষম্য দূর করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা