৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ
এমনটাই অনুমেয় ছিল। গোটা বিশ্ব আক্রান্ত করোনা ভাইরাসে। মরণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। বাদ যায়নি বাংলাদেশও। সব শেষ খবর, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে আট জন।
ক্রীড়াঙ্গনে পড়েছে এর ব্যাপক প্রভাব। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে হবার কথা ছিল এশিয়া ও বিশ্ব একাদশের দুটি ম্যাচ। আগেই স্থগিত করা হয়েছে এই দুটি ম্যাচ।
আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও স্থগিত করেছে বাংলাদেশের পাকিস্তান সফর।
বাকি ছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুম। আজ এবং গতকাল এই দুই দিনে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তিন ভেন্যুতে। শেষ পর্যন্ত ডিপিএলও স্থগিতের নির্দেশ এসেছে।
শুধু ক্রিকেট নয়, আগামী মে মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে বাংলাদেশে সব ধরণের ক্রীড়া আসর। এমনটা নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
‘মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের ৪৪টির বেশি ইভেন্ট ছিল। করনোভাইরাস সংক্রমণ রোধে সবগুলো স্থগিত করা হয়েছে। এরিমধ্যে বাংলাদেশ গেমস, বিসিবির কনসার্ট, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ, ইউরোপিয়ান ক্লাবের প্রীতি ম্যাচ সব কিছু স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি হলে আগামী ৩১ মার্চের পর সিদ্ধান্ত নেয়া হবে স্থগিত হওয়া ক্রীড়া আসরগুলো নিয়ে।
‘৩১ মার্চের পর পরিস্থিতির উন্নতি হলে কোনো ফেডারেশন চাইলে খেলা শুরু করতে পারে। তবে মে মাসের আগে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা যাবে না।’
ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ গুলোও স্থগিত হয়ে গেছে। চলতি মাসের ২৬ তারিখে সিলেটে আফগানিস্তান ও ৩১ তারিখে দোহায় কাতারের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।
ওয়াই/এসএস
মন্তব্য করুন