বার্সায় থাকতেই নেইমারের সেরাটা দেখেছি: তিতে
বার্সেলোনায় থাকাকালীন জীবনের সেরা সময় অতিবাহিত করেছেন নেইমার জুনিয়র এমটাই মনে করেন ব্রাজিলের প্রধান কোচ তিতে।
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ড গড়ে বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। দুই মৌসুম শেষ হয়েছে। চলতি মৌসুমেও ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে সাম্বা তারকাকে।
২০১৩ সালে স্বদেশী দল সান্তোস থেকে স্প্যানিশ জায়ন্টদের হয়ে খেলার সুযোগ পেয়ে তারকা বনে যান নেইমার। ধীরে ধীরে হয়ে ওঠেন ব্রাজিলের প্রধান তারকা।
নেইমার কতটা গুরুত্বপূর্ণ সেটি জানা আছে তিতের। তাইতো তাকে ঘিরেই সব পরিকল্পনা গ্রহণ করতেন সেলেকাও কোচ।
ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে আমি ভাবতাম কিভাবে তার থেকে সেরাটা আদায় করা যায়। তার সুবিধা অনুযায়ী দল গঠন করার চেষ্টা করতাম।’
ব্রাজিলের বসের চোখে নেইমারের ক্যারিয়ারের স্বর্ণযুগ ছিল কাতালান দলটিতে যখন ছিলেন তিনি।
জাতীয় দলের হয়ে নিজের সেরা সময় পাড় করেছে যখন সে বার্সেলোনার হয়ে খেলছিল।
তিতে মনে করেন নেইমারের এই পর্যায়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা দলের পরিবেশের। সে সময় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে নিয়ে দুর্দান্ত আক্রমণভাগ ঘরে ওঠে বার্সার। সঙ্গে জাভি ও আন্দ্রে ইনিয়েস্তার সমর্থনতো ছিলই।
‘অন্য কথায় যদি বলি, যেই পরিবেশে নেইমার সময় কাটিয়েছে সেটি তার খেলার মধ্যে ফুটে উঠত। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তা কার্যকর। গতি ও বল নিয়ন্ত্রণের সক্ষমতা সব কিছুতেই তখন সেরা ছিলেন তিনি।’ যোগ করেন তিতে।
৫৮ বছর বয়সী এই কোচ বলেন, ‘ওই সময় সেরা নেইমার আমার চোখে ধরা পড়েছিল। খেলার মান এতটাই ভালো ছিল যে তার ওপরে শুধু মেসি আর রোনালদোই ছিলেন। আমি কোনওদিন হ্যাজার্ড (এডেন হ্যাজার্ড), গ্রিজমান (আঁতোয়া গ্রিজমান) ও পগবাদের (পল পগবা) ওই মানের ফুটবল খেলতে দেখিনি।’
ওয়াই
মন্তব্য করুন