রোনালদো নয়, কাকার চোখে মেসিই সেরা
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো মধ্যে কে সেরা? প্রশ্নে জবাব দিয়েছেন কাকা। ব্রাজিলের সাবেক এই তারকা রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও মেসিকেই সেরা বলে দাবি করেছেন।
‘আমি ক্রিশ্চিয়ানোর সঙ্গে সঙ্গে খেলেছি। আসলেই তিনি অসাধারণ। তবে অবশ্যই আমি মেসিকে এগিয়ে রাখব।’
ফিফার ইন্সটাগ্রামের লাইভে এসে প্রশ্ন-উত্তর পর্বে ব্রাজিলের হয়ে সবশেষ ব্যালন ডি’ অর জয়ী এই মিডফিল্ডার এসব কথা বলেন।
বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা মেসিকে নিয়ে তিনি বলেন, ‘প্রতিভাবান। সত্যিই তিনি মেধাবী। যেভাবে তিনি এতদিন খেলছেন তা অবিশ্বাস্য।’
যদিও পর্তুগালের অধিনায়ক রোনালদোকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন কাকা।
‘ক্রিশ্চিয়ানো একটা মেশিন। শারীরিকভাবে শক্তিশালী, ক্ষমতাবান ও দ্রুতগতির। শুধু তাই নয় মানসিকভাবেও শক্তিধর তিনি। সব সময় জয়ের জন্যই তিনি খেলতে নামেন। আমার মতে এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।’
মেসি-রোনালদোর খেলা দেখেছেন তাই নিজেকে ভাগ্যবান মনে করেন এই সাম্বা তারকা।
‘ফুটবলের ইতিহাসে তারা দুইজন অবশ্যই সেরা পাঁচে থাকবেন। আমরা অনেক ভাগ্যবান, কারণ তাদের দুইজনের খেলাই দেখতে পেরেছি।’
পক্ষে অথবা বিপক্ষের দলে হয়ে খেলেছেন সেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে?
জবাবে কাকা বলেন, ‘ক্যারিয়ারে অনেক কিংবদন্তির পক্ষে-বিপক্ষে খেলেছি। এক সঙ্গে যাদের সঙ্গে খেলেছি তার মধ্যে সেরা হচ্ছেন রোনালদো (নাজারিও)। যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে সেরা রোনালদিনহো। যখন রিয়াল মাদ্রিদ ও মিলানের হয়ে খেলতাম তার বিপক্ষে বেশ কয়েকবার মাঠে নেমেছি।’
ওয়াই
মন্তব্য করুন