• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

নেইমার-মার্টিনেজের প্রশংসায় পঞ্চমুখ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৬:৫০
neymar
লাউতারো মার্টিনেজ, লুইস সুয়ারেজ ও নেইমার

নেইমার ও লাউতারো মার্টিনেজকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে বার্সোলোনা। সব ঠিক থাকলে ২০২০/২১ মৌসুমে আবারও দেখা যেতে পারে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে। অন্যদিকে ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেজকেও হাত ছাড়া করতে নারাজ কাতালান দলটি। স্প্যানিশ গণমাধ্যমগুলো বেশ কয়েকদিন ধরেই এমন তথ্য জানিয়ে আসছে। এমন পরিস্থিতি গুঞ্জনের পালা বাড়তি হাওয়া দিলেন লুইস সুয়ারেজ।

মুন্দো ডি পোর্তিভোর সঙ্গে কথা বলেছেন বার্সার উরুগুইয়ান তারকা সুয়ারেজ। এসময় দলে নেইমার থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

‘সবাই জানে ড্রেসিংরুমে নেইমারকে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে তার সক্ষমতা অসাধারণ। এখনও অনেক কিছু দেয়া বাকি। ড্রেসিংরুমে তাকে সব সময় স্বাগত জানাতে প্রস্তুত আমরা।’

লাউতারো মার্টিনেজ সম্পর্কেও ইতিবাচক ছিলেন সুয়ারেজ।

‘ইতালিতে যোগ দেয়ার পর দিনের পর দিন নিজের সেরাটা দিচ্ছেন লাউতারো। তার গতিবিধিই বলে দেয় নয় নম্বর জার্সির জন্য তিনিই সেরা। এটাই প্রমাণ করে কতটা উঁচু মাপের স্ট্রাইকার তিনি।’

নেইমার-মার্টিনেজকে যদি বার্সায় নেয়া হয় তাহলে দলের জন্য বেশ ভালোই হবে মনে করেন তিনি।

‘আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমি খুশি দল এমন খেলোয়াড়দের বেছে নেয়ার চেষ্টায় রয়েছে যাদের কাছে কাছ থেকে সেরাটা পাওয়া যাবে। এতেই সব কিছুতে জয়ী হওয়াও সম্ভব।’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
ক্লাব বিশ্বকাপে নেইমারের মুখোমুখি ভিনিসিয়ুস, মেসির প্রতিপক্ষ কারা?
বছরের শেষ ম্যাচে গোল করে যা বললেন মার্টিনেজ
নেইমারকে কিনে ‘মেডিকেল ডিপার্টমেন্ট’ বানাতে চান না ব্রাজিলিয়ান ক্লাব সভাপতি